এবিএনএ : উত্তর কোরিয়া বলেছে দেশটি আন্ত:মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা আইসিবিএম’এর ইঞ্জিনের সফলপরীক্ষা করেছে। এতে দেশটি আমেরিকার ওপর পরমাণু পরীক্ষা চালানোর সক্ষমতা অর্জন করবে।
এবিএনএ ও উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ আজ(শনিবার) খুব ভোরে এ খবর দিয়েছে। এতে বলা হয়েছে দেশটির নেতা কিম জং-উন এ পরীক্ষা চালানোর নির্দেশ দিয়েছেন এবং ব্যক্তিগত ভাবে তা নজরদারি করেছেন। অবশ্য পরীক্ষা কবে চালানো হয়েছে খবরে তা উল্লেখ করা হয় নি।
এ পরীক্ষা প্রসঙ্গে কিম বলেছেন, এ সফলতা মার্কিন সাম্রাজ্যবাদ এবং অন্যান্য বৈরি শক্তির ওপর ভিন্ন ভাবে পরমাণু হামলা চালানোর নিশ্চয়তা উত্তর কোরিয়াকে দিয়েছে।
পিয়ংইয়ং চলতি বছরের রাষ্ট্রীয় বাজেটের ১৫.৮ শতাংশ প্রতিরক্ষা খাতে বরাদ্দ করেছে। জানুয়ারি মাসের গোড়ার দিকে হাইড্রোজেন বোমার সফল পরীক্ষা করেছে উত্তর কোরিয়া।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞা উপেক্ষা করে এর এক মাস পরে কক্ষপথে উপগ্রহ পাঠায় দেশটি। এ ছাড়া, চলতি বছরে কয়েক দফা ক্ষেপণাস্ত্র পরীক্ষাও করেছে দেশটি। এতে কোরিয় উপদ্বীপে উত্তেজনা তুঙ্গে পৌঁছেছে।