
রাজধানীর গুলশানে বহুতল ভবনে আগুনের ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। আগুন লাগার সময় ১২তলা থেকে লাফ দেয়া মোহাম্মদ রাজু (৩৫) নামের ওই ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার দিবাগত রাত তিনটার দিকে মারা যান। এ নিয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় দুজনের মৃত্যু হলো।
মোহাম্মদ রাজুর বাড়ি গাজীপুরের কালীগঞ্জে। তিনি ওই ভবনের ১২তলায় এক বাসায় বাবুর্চির কাজ করতেন। রবিবার রাত ১০টার দিকে তাকে ঘটনাস্থলের কাছেই একটি হাসপাতালে নেয়া হয়। সেখানে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) তার মৃত্যু হয়।
রবিবার রাতে গুলশান-২ এর ১০৪ নং সড়কের ওই ভবনে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের প্রায় চার ঘণ্টার চেষ্টায় রাত ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। সকাল থেকে ওই ভবনে কাজ শুরু করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা।
সকাল থেকে বহুতল ওই ভবনে কাজ শুরু করেছে ফায়ার সার্ভিস। ওই ভবনে ২৬ ফ্ল্যাটে ২৩ পরিবার বসবাস করতেন। ওই ভবনে কীভাবে আগুনের সূত্রপাত তা এখন পর্যন্ত জানা সম্ভব হয়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ঘটনা তদন্তে ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরীকে প্রধান করে পাঁচ সদস্যের একটি কমিটি করা হয়েছে।
Share this content: