আমেরিকা

ভোটের জন্য কৃষ্ণাঙ্গদের প্রতি সহানুভূতি ট্রাম্পের

এ বি এন এ : প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের কণ্ঠে এবার কৃষ্ণাঙ্গদের প্রতি সহানুভূতির সুর উঠেছে। কৃষ্ণাঙ্গদের সার্বিক অবস্থা পরিবর্তনের জন্য আগামী নির্বাচনে তাকে ভোট দেওয়ার উদাত্ত আহ্বান জানিয়েছেন।

শুক্রবার মিশিগানে এক সমাবেশে বক্তৃতা দেওয়ার সময় এ আহ্বান জানান তিনি। অবশ্য সমাবেশে উপস্থিত প্রায় সবাই ছিলেন শ্বেতাঙ্গ।

ট্রাম্প বিভিন্ন সময়ে তার সমাবেশে বর্ণবাদী মন্তব্য করেছেন। গত সপ্তাহে পুলিশ যে এক কৃষ্ণাঙ্গকে হত্যা করেছে, তাও সমর্থন জানিয়েছিলেন তিনি। এক জনমত জরিপে দেখা গেছে, মাত্র ২ শতাংশ কৃষ্ণাঙ্গ ট্রাম্পকে সমর্থন করে।

শুক্রবার আফ্রিকান-আমেরিকান ভোটারদের উদ্দেশে ট্রাম্প বলেন, ‘আপনাদের আর হারানোর কী আছে? কৃষ্ণাঙ্গরা দরিদ্র জীবনযাপন করছে। তাদের স্কুলগুলোর অবস্থাও ভালো নয়।’

ট্রাম্প দাবি করেন, কৃষ্ণাঙ্গদের উন্নয়ন ঘটাতে ডেমোক্রেটরা ব্যর্থ হয়েছে। তবে এবার তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হলে কৃষ্ণাঙ্গদের উন্নয়ন হবে বলেও প্রতিশ্রুতি দেন নিউ ইয়র্কের এই আবাসন ব্যবসায়ী।

ডেমোক্র্যাটদের সমালোচনা করে রিপাবলিকান দলের এই প্রার্থী বলেন, ‘আপনারা যদি একই লোকদের ভোট দেন, তাহলে তো আপনারা একই ফলাফল পাবেন।’

প্রতিদ্বন্দ্বী হিলারির সমালোচনা করে ট্রাম্প বলেন, ‘শরণার্থীদের পরিবর্তে তার একজন বেকার কৃষ্ণাঙ্গ যুবকের চাকরির ব্যবস্থা করা উচিত, যারা নিজ দেশে শরণার্থীর মতো জীবনযাপন করছে।’

 

Share this content:

Related Articles

Back to top button