এবিএনএ : থাইল্যান্ডে বন্দুকধারীর গুলিতে নিহত হয়েছেন অন্তত ১২ জন। ঘটনায় আহত হয়েছেন আরো কয়েক ডজন। জানা গেছে বন্দুকধারী একজন সেনা সদস্য। শনিবার বিকেলে দেশটির একটি শপিং মলে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের উত্তর-পূর্বে অবস্থিত কোরাত শহর। এ খবর দিয়েছে ডেইলি মেইল।
খবরে বলা হয়, গুলির সময় হামলাকারী ঘটনাটি ফেসবুকে লাইভ সম্প্রচার করছিলেন। এসময় তিনি ছিলেন সামরিক পোশাক গায়ে। তার মাথায় একটি হেলমেটও ছিলো। বর্তমানে পেজটি বন্ধ করে দিয়েছে ফেসবুক। হামলা শেষে ওই সেনা সদস্য ফেসবুকে লিখেন, দুর্ভাগ্য তোমাদের। আমার কি হাল ছেড়ে দেয়া উচিৎ? গুলি করতে করতে আমি ক্লান্ত। আমার আক্সগুল নারাতে পারছি না।
হামলা চালানোর পূর্বেও তিনি একটি স্ট্যাটাস আপডেট করেন ফেসবুকে। এতে লেখা ছিলো, ধনীরা অন্যদের থেকে অন্যায্যভাবে টাকা ছিনিয়ে নিচ্ছে। তারা কি মনে করে, নরকে গিয়ে এই টাকা কোনো কাজে লাগবে? ধনী হলেও মৃত্যুকে কেউ ফাকি দিতে পারবে না।