আমেরিকালিড নিউজ

আটলান্টিক কাউনটিতে ফ্রি হোল্ডার প্রার্থী সুমন মজুমদার এর ব্যাপক প্রচারনা

এবিএনএ: আটলান্টিক কাউন্টি থেকে সুব্রত চৌধুরী – আটলান্টিক কাউনটিতে আগামী পাঁচ নভেম্বর,মংগলবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ফ্রি হোল্ডার প্রার্থী পদে নির্বাচন। এই নির্বাচন নিয়ে এখন সরগরম আটলান্টিক কাউনটি। আটলান্টিক কাউনটির ফ্রি হোল্ডার প্রার্থী পদে নির্বাচনের ফলাফল নিজের অনুকূলে আনতে নির্বাচনী মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন অভিবাসী বাংলাদেশি রিপাবলিকান দলীয় প্রার্থী সুমন মজুমদার ।

এই নির্বাচনে যার বিরুদ্ধে সুমন মজুমদার নির্বাচনী যুদ্ধে অবতীর্ণ হয়েছেন,তিনি ডেমোক্র্যাট দলীয় একজন যুযুধান প্রতিদ্বন্দ্বী।সুমন মজুমদার এর লক্ষ্য আগামী পাঁচ নভেম্বরে অনুষ্ঠেয় নির্বাচনে এই যুযুধান প্রার্থীকে হারিয়ে বিজয়ের বরমাল্য পরা। সুমন মজমদার এর নির্বাচনী প্রচারনায় প্রবাসী বাংলাদেশিরা সহ অন্যান্য কমিউনিটির লোকজনও ব্যাপকভাবে অংশ নিচ্ছেন। সুমন মজুমদার এর নির্বাচনকে কেন্দ্র করে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে বেশ উৎসাহ পরিলক্ষিত হচ্ছে।নির্বাচনী প্রচারনার শুরু থেকেই সুমন মজমদার নির্বাচনী মাঠ চষে বেড়াচলছেন ।ভোটারদের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন তাঁকে ভোটদানের আহবান সম্বলিত প্রচারপত্র, বাংলাদেশি গ্রোসারী সহ বিভিন্ন কমিউনিটির দোকানগুলোতে শোভা পাচ্ছে তাঁর নির্বাচনী পোষটার,বিভিন্ন কমিউনিটির বাড়ির আঙিনা সহ তাঁর নির্বাচনী এলাকার সড়কের দুই পাশে শোভা পাচ্ছে তাঁর ঢাউস সাইজের পোষটার।

Share this content:

Related Articles

Back to top button