আমেরিকা

জার্মানির পাশে থাকার অঙ্গীকার ওবামার

এ বি এন এ : জার্মানির দক্ষিণাঞ্চলীয় শহর মিউনিখের অলিম্পিয়া শপিং মলে হামলার নিন্দা জানিয়ে দেশটিকে সব ধরনের সহযোগিতা করার অঙ্গীকার করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।

হোয়াইট হাউজে এক বৈঠকের আগে তিনি বলেন, আমরা জানি না, সেখানে আসলে কী হচ্ছে? তবে যারা হতাহত হয়েছেন, তাদের জন্য আমাদের হৃদয় কাঁদছে। তাদের যেসব সহযোগিতার দরকার হতে পারে, তা দিতে আমরা অঙ্গীকার করছি।

হোয়াইট হাউজের প্রেস সচিব জো আরনেস্ট এক বিবৃতিতে বলেন, মিউনিখে নৃশংস হামলায় নিরপরাধ মানুষদের হত্যার ঘটনায় যুক্তরাষ্ট্র তীব্র নিন্দা জানাচ্ছে। মধ্যইউরোপের গুরুত্বপূর্ণ শহরটিতে কীভাবে এ হামলা হলো তা নিয়ে আমরাও বেশ চিন্তিত।

দেশটির জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র নেড প্রাইজ জানিয়েছেন, মিউনিখের বিষয়ে বারাক ওবামাকে বিস্তারিত জানিয়েছেন হোমল্যান্ড সিকিউরিটি ও কাউন্টার টেররিজম বিষয়ক উপদেষ্টা লিসা মনাকো।

শুক্রবার সন্ধ্যায় এক ইরানি বংশোদ্ভুত জার্মান তরুণ মিউনিখের বৃহৎ শপিং মল অলিম্পিয়ায় ঢুকে নির্বিচারে গুলিবর্ষণ করতে থাকে। এতে ঘটনাস্থলেই ৯ জন নিহত হয়। এ ছাড়াও আহত হয় আরও ১৬ জন, যাদের তিনজনের অবস্থা আশংকাজনক।

Share this content:

Related Articles

Back to top button