
এবিএনএ : রিকশার জন্য পৃথক লেন তৈরির নির্দেশ দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন জাতীয় রিকশা ভ্যান শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ইনসুর আলী। পরবর্তী সিদ্ধান্তের আগে রাস্তা আটকে আন্দোলন না করারও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। বুধবার দুপুরে বঙ্গবন্ধু এভিনিউয়ে জাতীয় রিকশা ভ্যান শ্রমিক লীগ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ প্রতিশ্রুতি দেন সাধারণ সম্পাদক।
লিখিত বক্তব্যে মো. ইনসুর আলী বলেন, ‘গতকাল একনেকের সভায় মাননীয় প্রধানমন্ত্রী রিকশা মালিক শ্রমিকদের কথা বিবেচনা করে সারা দেশে মহাসড়কে স্লো-লেন তৈরি করার নির্দেশ দেয়ায় আমরা প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাই। এরই সঙ্গে আমাদের পূর্ব ঘোষিত ১১ জুলাই জাতীয় প্রেসক্লাবের সামনে মহা সমাবেশ কর্মসূচি স্থগিত ঘোষণা করছি। এ ছাড়া আজ থেকে রিকশা চালকরা পরবর্তী স্বিদ্ধান্ত না হওয়া পর্যন্ত রাস্তায় কোনো আন্দোলনে নামবেন না।’ ঢাকা শহরের রিকশা উচ্ছেদ করা নতুন তিন রাস্তায় সকাল থেকে রিকশা চলছে জানিয়ে তিনি বলেন, ‘আমরা সারা ঢাকা শহরে খবর নিয়েছি, কোনো রাস্তায় পুলিশ বাধা দিচ্ছেন না, রিকশা ভ্যান চলছে । নতুন লেন তৈরি করার পূর্ব পর্যন্ত এই সকল রাস্তায় রিকশা ভ্যান চলবে।’
ঢাকায় সকল ধরনের অবৈধ রিকশা চলাচল বন্ধের দাবি জানিয়ে সংগঠনের সাধারণ সম্পাদক ইনসুর আলী আরও বলেন, ‘ঢাকা উত্তর-দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসন, পুলিশ, রিকশা ভ্যান মালিক সমিতির সমন্বয়ে অবৈধ রিকশা উচ্ছেদ করার লক্ষ্যে একটি সমন্বয় কমিটি গঠন করা প্রয়োজন বলে আমরা মনে করছি। অবৈধ রিকশা উচ্ছেদ অভিযানে রিকশা ভ্যান মালিক শ্রমিকরা সহযোগিতা করবেন।’ এদিকে, ১১ জুলাই মহাসমাবেশ স্থগিত হলেও ঐদিন প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হবে বলে জানান ইনসুর আলী।
জাতীয় রিকশা-ভ্যান শ্রমিক লীগের সভাপতি মো. আজহার আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আয়নাল মোল্লা, বাংলাদেশ রিকশা ভ্যান মালিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আর এ জামান, সহ-সভাপতি মো. আরজু আহমেদ, সাংগঠনিক সম্পাদক এ কে এম গিয়াস উদ্দিন সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
Share this content: