বিনোদনলিড নিউজ

ফের ভাইরাল শাহরুখকন্যার ছবি

এবিএনএ : বলিউড বাদশা শাহরুখ খানের মেয়ে সুহানা খান প্রথম সারির ফ্যাশন সচেতন। এ ব্যাপারে বলিউড ইন্ডাস্ট্রির অধিকাংশেরই কোনও সন্দেহ নেই। ভোগ ম্যাগাজিনের কভার গার্ল হওয়ার পর নাকি আরো ফ্যাশন সচেতন হয়েছেন সুহানা। গত ২২মে ১৯ বছরে পা দিলেন সুহানা। জন্মদিনের পরেই তার নতুন একটি ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে অফ শোল্ডার পোশাকে দেখা যাচ্ছে সুহানাকে। কানে বড় রিং, হাতে ঘড়ি-সব মিলিয়ে ধীরে ধীরে ফ্যাশনের নতুন এক সংজ্ঞা তিনি তৈরি করছেন বলে মনে করেন সিনে মহলের বহু সদস্য। সুহানার বলিউড অভিষেক নিয়েও কৌতূহল রয়েছে অনুরাগীদের। শাহরুখের বড় ছেলে আরিয়ান সম্ভবত করন জোহরের সহকারী পরিচালক হিসেবে কাজ শুরু করবেন। তবে সুহানা ফিল্ম ইন্ডাস্ট্রিতেই ক্যারিয়ার তৈরি করবেন কিনা, তা এখনও স্পষ্ট নয়। যদিও ইতোমধ্যেই শাহরুখের শেষ ছবি ‘জিরো’তে ক্যামেরার পিছনে কাজ করেছেন। নিয়মিত মঞ্চে অভিনয়ও করেন। তবে পড়াশোনা শেষ না করা পর্যন্ত সম্ভবত পেশাদার হিসেবে কাজ করবেন না তিনি।

Share this content:

Back to top button