
এবিএনএ: ফরিদপুরের সালথায় দুইদল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে রাসেল শেখ (২৪) নামে এক যুবক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এতে আরো ৩০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। পুলিশ উপস্থিত হয়ে টিয়ার সেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
সালথা থানা পুলিশ উপস্থিত হয়ে ১১ রাউন্ড শর্টগানের গুলি ও ২ রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ সংঘর্ষে বড় বাহিরদিয়া গ্রামের খালেক শেখের পুত্র রাসেল শেখ প্রতিপক্ষের অস্ত্রের কোপে গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান। তার মৃত্যুর নিশ্চিত করেছেন বড় ভাই জামাল শেখ। এ সময় উভয়পক্ষের কমপক্ষে ৩০ জন আহত হন।
সালথা থানার ওসি দেলোয়ার হোসেন খান বলেন, বর্তমানে এলাকার পরিবেশ শান্ত রয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে ঘটনাস্থান থেকে ১২ জনকে গ্রেফতার করা হয়েছে।
Share this content: