
এবিএনএ: নির্বাচনী প্রচার চলাকালে মঙ্গলবার হামলায় আহত হন ঢাকা-৩ আসনে বিএনপির প্রার্থী ও দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। আহত গয়েশ্বর চন্দ্র রায়কে দেখতে গেছেন একই আসনের আওয়ামী লীগ প্রার্থী বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।
বুধবার বেলা ১১টার দিকে রাজধানীর নয়াপল্টনে গয়েশ্বর চন্দ্র রায়ের রাজনৈতিক কার্যালয়ে তাকে দেখতে যান নসরুল হামিদ। এসময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নেও উত্তরও দেন বিপু।
নসরুল হামিদ বিপু বলেন, মঙ্গলবারের অনাকাঙ্ক্ষিত ঘটনায় আমরা লজ্জিত। হানাহানি করে রাজনীতি হয় না। যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে খুঁজে বের করার জন্য আইন-শৃঙ্খলা বাহিনীকে বলা হয়েছে। পুলিশ এরইমধ্যে তিনজনকে আটক করেছে। আগামী ৩০ তারিখ শান্তিপূর্ণ ভোট হবে। একসাথে ভোট চাইবো আবারও।
তিনি আরও বলেন, গয়েশ্বর চন্দ্র রায়ের সঙ্গে রাজনীতির বাইরেও আমাদের পারিবারিক সম্পর্ক বহুদিনের। রাজনীতিতে উনি আমার অনেক সিনিয়র, তিনি আমার গুরুজন। আমরা পাস্পরিক সম্পর্কের ভিত্তিতে গত ১০ বছর ধরে কেরানীগঞ্জের সন্ত্রাসের রাজত্ব দূর করেছি। অতীতে হাতে হাত মিলিয়ে ভোট চেয়েছি।
নির্বাচনী প্রচার চলাকালে মঙ্গলবার সন্ধ্যায় কেরানীগঞ্জের চুনকুটিয়ায় মাওয়া সড়কের বেগুনবাড়ি সেতুর কাছে গয়েশ্বর চন্দ্র রায়ের ওপর হামলা হয়। এ হামলায় তিনিসহ তার ১০-১২ কর্মী-সমর্থক আহত হন। হামলায় গয়েশ্বর চন্দ্র রায়ের মাথা ফেটে যায়। রাজধানীর বিজয়নগরে ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসা নিয়ে মঙ্গলবার রাতেই বাসায় ফেরেন তিনি।
Share this content: