বিনোদনলিড নিউজ

বিকিনি পরে বিতর্কে হিনা

এবিএনএ: প্রথমে সালমানের ‘বিগ বস্’, পরে একতা কাপুরের ‘কসৌটি জিন্দেগি’-র  সৌজন্যে ইতিমধ্যেই জনপ্রিয় মুখ অভিনেত্রী হিনা খান। সম্প্রতি মলদ্বীপে ঘুরতে গিয়ে বেশ কিছু ছবি সোশ্যাল সাইটে শেয়ার করেন  হিনা। ছবি সামনে আসতেই কমেন্ট বক্সে আছড়ে পড়ে একের পরে এক মন্তব্য, যা দেখে স্তম্ভিত বলিউডের একাংশ। বয়ফ্রেন্ড রকি জয়সওয়ালের সঙ্গে এ বছর মালদ্বীপে  বেড়াতে যান অভিনেত্রী। নীল জলে, বিকিনি পরে একের পরে এক ছবি তোলেন হিনা। সঙ্গে স্কুবা ডাইভিং-এর রোমাঞ্চকর ভিডিও। হিনা সবই আপলোড করেন নিজের প্রোফাইলে। বিপত্তির শুরু এর পরেই। এমন সব কমেন্ট আসতে থাকে যা দেখে হতবাক হয়ে যান হিনা।  ‘আপ মুসলিম হো, শরম করো’ বা ‘এভাবে মৃত্যু হলে আল্লাহকে কীভাবে মুখ দেখাবেন’- এই ধরনের একাধিক মন্তব্যে হিনার কমেন্ট বক্স ভর্তি হয়ে যায়। তবে, হিনা অবশ্য এই নিয়ে এখনও মুখ খোলেননি।

Share this content:

Related Articles

Back to top button