জাতীয়বাংলাদেশলিড নিউজ

ময়মনসিংহে ১৯৫ প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

এবিএনএ: প্রধানমন্ত্রী শেখ হাসিনা ময়মনসিংহ বিভাগে ১৯৫টি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্থর স্থাপন করেছেন।  শুক্রবার বিকেলে ময়মনসিংহের ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভা থেকে প্রকল্পগুলোর উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এই ১৯৫টি প্রকল্পের মধ্যে প্রধানমন্ত্রী সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের অংশ হিসেবে বাস্তবায়ন করা ১০১টি প্রকল্প উদ্বোধন এবং ৯৪টি নতুন উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করা প্রকল্পগুলোর নাম উল্লেখ করে প্রধানমন্ত্রী জনসভায় উপস্থিত জনতার উদ্দেশ্য বলেন, ‘১৯৫টি প্রকল্পের নাম আমি আপনাদের সামনে তুলে ধরেছি। এগুলো আমি আপনাদের উপহার দিলাম।’ জনসভায় বক্তৃতাকালে প্রধানমন্ত্রী জানান, ময়মনসিংহে আলাদা শিক্ষাবোর্ড, বিভাগীয় স্টেডিয়াম ও নভোথিয়েটার হবে। সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখতে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনতে হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী জনসভায় উপস্থিত জনসাধারণকে আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান। এ সময় প্রধানমন্ত্রী উপস্থিত জনসাধারণকে হাত তুলে নৌকা মার্কায় ভোট দেওয়ার প্রতিশ্রুতি দিতে বললে তারা হাত তুলে নৌকা মার্কায় ভোট দেওয়া প্রতিশ্রুতি দেন।

Share this content:

Back to top button