জাতীয়বাংলাদেশলিড নিউজ

আ স ম রবের বাসায় জাতীয় ঐক্য প্রক্রিয়ার নেতাদের বৈঠক

এবিএনএ: জেএসডি সভাপতি ও যুক্তফ্রন্টের অন্যতম নেতা আ স ম আব্দুর রবের উত্তরার বাসভবনে বৈঠকে বসেছেন বিএনপি ও জাতীয় ঐক্য প্রক্রিয়ার নেতারা। শুক্রবার বিকেল সাড়ে ৩টায় এই বৈঠক শুরু হয়। আজকের বৈঠকে উপস্থিত ছিলেন- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, জেএসডি সভাপতি আ স ম আবদুর রব, সহ-সভাপতি তানিয়া রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, প্রধান সমন্বয়ক শহীদুল্লাহ কায়সার, কেন্দ্রীয় নেতা ডা. জাহিদ, গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু, নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, বিকল্প ধারা যুগ্ম মহাসচিব মাহি বি. চৌধুরী, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ প্রমুখ। বৈঠক শেষে যুক্তফ্রন্টের সমন্বয়ক ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না জানান, বৃহত্তর জাতীয় ঐক্যের অভিন্ন কর্মসূচীর খসড়া চূড়ান্ত করা হয়েছে। আগামীকাল শনিবার আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচী ঘোষণা দেয়া হবে।

Share this content:

Back to top button