
এবিএনএ : বহুল আলোচিত সম্মেলনে অংশ নিতে সিঙ্গাপুরের উদ্দেশে রওয়ানা হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরীয় নেতা কিম জং-উন। আজ রোববার স্থানীয় সময় রাতে ট্রাম্পের সিঙ্গাপুরে পৌঁছানোর কথা রয়েছে।বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়, রোববার স্থানীয় সময় রাত ৮টায় সিঙ্গাপুরের পায়া লেবার বিমান ঘটিতে অবতরণ করবেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বিমানটি। অন্যদিকে ব্যক্তিগত বিমানে করে আজ দুপুর ২টার দিকে চাঙ্গি বিমানবন্দরে অবতরন করেন কিম। সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লী সিয়েন লুংয়ের সঙ্গে রোববার বৈঠক করবেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম। আগামীকাল সোমবার প্রধানমন্ত্রী লী সিয়েন লুংয়ের সঙ্গে আলাদা বৈঠক করবেন ট্রাম্প।
Share this content: