
এবিএনএ : সরকারের আহ্বানে সাড়া দিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে কথা বলতে যাচ্ছেন কোটা সংস্কার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ২০ সদস্যের একটি প্রতিনিধি দল। আজ দুপুর আড়াইটার দিকে আন্দোলনকারীদের অন্যতম সমন্বয়ক হাসান আল মামুন দোয়েল চত্বরে সাংবাদিকদের এ কথা জানান। তিনি বলেন, আমাদের ২০ সদস্যদের একটি প্রতিনিধি দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সঙ্গে কথা বলতে যাবেন। আলোচনা শেষে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। এদিকে জানা গেছে, বিকাল সাড়ে ৪টায় সচিবলায়রে কনফারেন্স রুমে ওবায়দুল কাদেরে সাথে প্রতিনিধি দলটি দেখা করবে।
Share this content: