আন্তর্জাতিকলিড নিউজ

কিমের চীন সফর নিশ্চিত

এবিএনএ : গুঞ্জন ওঠার কিছু দিন পর সত্যি হলো। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন চীন সফরে গিয়েছেন বলে নিশ্চিত করা হয়েছে। তার এই সফরের কথা নিশ্চিত করেছে চীন ও উত্তর কোরিয়া।বিবিসির খবরে বলা হয়েছে, ২০১১ সালে ক্ষমতা গ্রহণের পর কিমের এটাই প্রথম বিদেশ সফর।সিনহুয়ার রিপোর্টে বলা হয়েছে, কিম চীনের নেতা শি চিন পিং এর সঙ্গে ‘সফল আলোচনা’ করেছেন।চীন উত্তর কোরিয়ার প্রধান অর্থনৈতিক সহযোগী। বিশ্লেষকেরা আগেই ধারণা করেছিলেন, দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্র পারমানবিক চুক্তি চূড়ান্তের আগে বেইজিংয়ের এই সম্মেলন হবে।খবরে বলা হয়েছে, সফরকালে পরমাণু অস্ত্র ত্যাগের ব্যাপারে কিম চীনের প্রেসিডেন্টকে আশ্বস্ত করেছেন। তবে এতে তিনি কিছু শর্তের কথা বলেছেন।কিমকে উদ্ধৃত করে খবরে বলা হয়, ‘কোরীয় উপদ্বীপে পরমাণু অস্ত্র নিরস্ত্রীকরণ সমস্যার সমাধান সম্ভব। যদি দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র আমাদের প্রচেষ্টায় সদিচ্ছায় সাড়া দেয় ও শান্তি ও স্থিতিশীলতার পরিবেশ সৃষ্টি করে। এজন্য শান্তি প্রচেষ্টায় উন্নতশীল ও যুগপত পদক্ষেপ নিতে হবে।’ এদিকে আগামী এপ্রিলে দক্ষিণ কোরিয়ার নেতা মুন জে-ইনের সঙ্গে দেখা করবেন কিম। এরপর মে মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করবেন তিনি।

Share this content:

Back to top button