এবিএনএ : জিয়া অরফানেজ মামলাকে কেন্দ্র করে লন্ডনস্থ বাংলাদেশ দূতাবাসে হামলা কারীদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবী করে গতকাল বৃহস্পতিবার যুক্তরাস্ট্রের সাউথ জার্সি মেট্টো আ’লীগ আটলান্টিক সিটির নিজস্ব কার্যালয়ে এক প্রতিবাদ নমাবেশ আয়োজন করেছেন। সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিরাজুদ্দোলা ভুইয়ার সভাপতিত্বে ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক সাংবাদিক মহম্মদ শাহিনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহ সভাপতি পলাশ চৌধুরী, সফিক রহমান, অজয় চক্রবর্তী, উপদেষ্টা রেজাউল ইসলাম খালিদ, যুগ্ন সাধারন সম্পাদক আবুল আজাদ মিটু, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক শওকত শিমুল, মহিলা সম্পাদিকা শাহিনা আক্তার, দপ্তর সম্পাদক রুবায়েত, সদস্য মুন্নি, সুকলা, সুলতানা, মুনি, রোজিনা, সেলিনা, নার্গিস, বিলকিস, মারুফা আক্তার, ডালিয়া, মিদুল, সূজন প্রমুখ। সাউথ জার্সি মেট্টো আ’লীগের মূখপাত্র আমেরিকা বাংলাদেশ নিউজ এজেন্সীর চেয়ারম্যান সংগঠনের সিনিয়র সাংগঠনিক সম্পাদক শওকত শিমুল। মূল বক্তা হিসেবে তিনি বলেন জিয়া অরফানেজ মামলার রায় একটি ঐতিহাসিক রায়। এই রায়ের মাধ্যমে সত্য প্রতিষ্ঠিত হলো। আইন সভার জন্য সমান এটা প্রতিয়মান হলো। বাংলাদেশের ১৬ কোটি মানুষের প্রানের দাবী ছিলো এই মামলার ন্যায় বিচার।বিজ্ঞ বিচারক দীর্র সময় বিচারকার্য পরিচালনা শেষে গতকাল এই মামলার ঐতিহাসিক রায় দেন। বিএনপির খালেদা তারেক জিয়া সহ নেতা কর্মীদের রায়ের প্রতি শ্রাদ্ধাশিল হওয়ার আহবান জানিয়ে বলেন জ্বালাও পোড়া নীতি পরিহার করে সুষ্ট ধারার রাজনীতিতে ফিরে আসুন। যাকিনা টেকসই গনতন্ত্রের জন্য অপরিহার্য। তিনি আরো বলেন যে সব তথাকথিত পাকিস্তানের দালাল, রাজাকার আর আলকদরদের ঐরসজাত সন্তান, যারা কিনা বঙ্গবন্ধুকে মর্যাদা দিতে যানেনা তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তি দিতে হবে। লন্ডনে বাংলাদেশ দূতাবাসে হামলাকারীদের বিরুদ্ধে হুশিয়ারী দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হামলাকারীদের বাংলাদেশে থাকা আত্বীয় স্বজনদের পরিচয় দেশবাসীর কাছে তুলে ধরার আহবান জানিয়ে জনগনের হাতে এদের বিচারের ভার দেবার দাবী জানান। তিনি সাউথ জার্সি মেট্টো আ’লীগ সকল স্টেট আ’লীগ ও যুক্তরাস্ট্র আ’লীগের সকল নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে বলেন আ’লীগ বঙ্গবন্ধুর পরিবার, দেশ ও জাতির প্রয়োজনে আমাদের সবাইকে একাত্বতাবদ্ধ থাকতে হবে। যুক্তরাস্ট্র আ’লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমানকে ডাইনামিক আখ্যা দিয়ে তিনি বলেন তার নিরলস প্রচেষ্টায় যুক্তরাস্ট্র তথা বহিৃবিশ্বে বিএসপি ও জামাতের কোন সড়যন্ত্রই হালে পানি পাচ্ছেনা। তিনিসহ সাউথ জার্সি মেট্টো আ’লীগের উপস্থিত নেতাকর্মীরা যুক্তরাস্ট্র আ’লীগের ডাইনামিক সভাপতি ড. সিদ্দিকুর রহমানের চলমান বেগবান রাজনীতিক কর্মকান্ডের সাথে একাত্বতা ঘোষনা করে ড. সিদ্দিকুর রহমানের দীর্ঘায়ু কামনা করেন। আগামী মঙ্গল-বুধবার পরবর্তী সভার আহবান জানিয়ে সংগঠনের সভাপতি সিরাজুদ্দোলা ভুইয়া সমাবেশের পরিসমাপ্তি ঘোষনা করেন।