এবিএনএ : ৬৩তম জিও ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড অনুষ্ঠান হয়ে গেল মুম্বাইতে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেখা, জয়া বচ্চন, সোনম কাপুর, মাধবন, অর্জুন কাপুর, আলিয়া ভাট, শাহিদ কাপুর, প্রীতি জিনতা, মাধুরী দীক্ষিত, কাজল, সানি লিওনি সহ প্রায় গোটা বলিউড। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন করণ জোহর ও শাহরুখ খান। অনুষ্ঠানে পারফর্ম করেন অক্ষয় কুমার, রণবীর সিং, আয়ুষ্মান খুরানা, পরিণীতি চোপড়াসহ অনেকে।
এবছরের ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে সেরা অভিনেতার পুরস্কার পান ইরফান খান। হিন্দি মিডিয়াম ছবিতে অভিনয়ের জন্য তিনি পুরস্কার জিতেছেন। সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে নেন বিদ্যা বালান। তুমহারি সুলু ছবির জন্য পুরষ্কার পান তিনি।
এক নজরে দেখে নেওয়া যাক এবছরের ফিল্মফেয়ার পুরস্কার
সেরা ছবি : হিন্দি মিডিয়াম
সেরা ছবি (ক্রিটিকস অ্যাওয়ার্ড) : নিউটন
সেরা অভিনেতা : ইরফান খান (হিন্দি মিডিয়াম)
সেরা অভিনেত্রী : বিদ্যা বালান (তুমহারি সুলু)
সেরা অভিনেতা (ক্রিটিকস অ্যাওয়ার্ড) : রাজকুমার রাও (ট্রাপড)
সেরা অভিনেত্রী (ক্রিটিকস অ্যাওয়ার্ড) : জাইরা ওয়াসিম (সিক্রেট সুপারস্টার)
সেরা পরিচালক : অশ্বিনী আইয়ার তিওয়ারি (বরেলি কি বরফি)
সেরা ডেবিউ ডিরেক্টর : কঙ্কনা সেন শর্মা (আ ডেথ ইন আ গুঞ্জ)
সেরা সহ অভিনেতা : রাজকুমার রাও (বরেলি কি বরফি)
সেরা সহ অভিনেত্রী : মেহের বিজ (সিক্রেট সুপারস্টার)
লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড : বাপ্পি লাহিড়ী
সেরা সংলাপ : হিতেশ কেওয়ালা (শুভ মঙ্গল সাবধান)
সেরা চিত্রনাট্য : শুভাশিস ভুতিয়ানি (মুক্তি ভবন)
সেরা অরিজিনাল স্ক্রিনপ্লে : অমিত মাসুরকর (নিউটন)
সেরা অভিনেতা (শর্ট ফিল্ম) : জ্যাকি শ্রফ (খুজলি)
সেরা অভিনেত্রী (শর্ট ফিল্ম) : শেফালি শাহ (জুস)
পিপলস চয়েস অ্যাওয়ার্ড (শর্ট ফিল্ম) : অনাহূত
সেরা শর্ট ফিল্ম (ফিকশন) : জুস
সেরা শর্ট ফিল্ম (নন ফিকশন) : ইনভিজিবল উইংস
সেরা মিউজিক অ্যালবাম : প্রীতম (জগ্গা জাসুস)
সেরা প্লেব্যাক সিঙ্গার (মেল) : রোকে না রুকে নয়নার জন্য অরিজিত্ সিং (বদ্রিনাথ কি দুলহনিয়া)
সেরা প্লেব্যাক সিঙ্গার (ফিমেল) : নাচদি ফিরার জন্য মেগনা মিশ্র (সিক্রেট সুপারস্টার)
সেরা লিরিক্স : দিল উল্লু কা পাঠ্ঠা হ্যায়ের জন্য অমিতাভ ভট্টাচার্য (জগ্গা জাসুস)
সেরা ব্যাকগ্রাউন্ড স্কোর : প্রীতম (জগ্গা জাসুস)
সেরা সাউন্ড ডিজাইন : অনীশ জন (ট্রাপড)
সেরা কোরিওগ্রাফি : গলতি সে মিসটেকের জন্য বিজয় গাঙ্গুলি ও রুয়েল দউশন (জগ্গা জাসুস)
সেরা অ্যাকশন : টম স্ট্রুথারস (টাইগার জিন্দা হ্যায়)
সেরা সিনেমাটোগ্রাফি : শীর্ষা রায় (আ ডেথ ইন দ্যা গুঞ্জ)
সেরা এডিটিং : নীতিন বৈদ্য (ট্রাপড)
সেরা প্রোডাকশন ডিজাইন : পারুল সোন্ধ (ড্যাডি)