জাতীয়বাংলাদেশলিড নিউজ

সুদানে জাতিসংঘ শান্তি মিশনের নতুন কমান্ডার বাংলাদেশি সেনা কর্মকর্তা

এবিএনএ : দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তি মিশনের একজন নতুন কমান্ডার হলেন বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাসুম। দক্ষিণ সুদানের জংলেই এর বোর ভিত্তিক সেক্টর ইস্ট বা পূর্ব সেক্টর এর কমান্ডার হয়েছেন তিনি।

তার আগে ওই দায়িত্বে ছিলেন ভারতের সেনা কর্মকর্তা জেনারেল করনবীর সিং ব্রার। দায়িত্ব গ্রহণের পর জংলেই প্রদেশের গভর্নর ফিলিপ আগুয়ের তাকে স্বাগত জানিয়েছেন। এসময় ফিলিপ আগুয়ের তার দেশে জাতিসংঘ মিশন কর্তৃক রাস্তাঘাট নির্মাণ প্রকল্পের গুরুত্ব তুলে ধরেন। এবং আরো ভালো ভালো রাস্তা নির্মাণের আশা প্রকাশ করেন।

সেক্টর ইস্ট দক্ষিণ সুদানে টেকসই শান্তি স্থাপন এবং মানবিক সহায়তা প্রদানে কাজ করে যাচ্ছে। এছাড়া উন্নত রাস্তাঘাট এবং বিমান টহলের মাধ্যমে বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতের কাজ করছে।

জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ২৬ বছরের সামরিক অভিজ্ঞতা সম্পন্ন ব্রিগেডিয়ার জেনারেল মাসুম দক্ষিণ সুদানে যাওয়ার আগে বাংলাদেশের দক্ষিণ পূর্ব বর্ডার গার্ড অঞ্চল এর কমান্ডার ছিলেন।

Share this content:

Related Articles

Back to top button