জাতীয়বাংলাদেশলিড নিউজ

সড়ক দুর্ঘটনায় আহত এমপি মোস্তফা আহমেদের মৃত্যু

এবিএনএ : সড়ক দুর্ঘটনায় আহত গাইবান্ধার সুন্দরগঞ্জের সংসদ সদস্য গোলাম মোস্তফা আহমেদ একমাস চিকিৎসাধীন থাকার পর শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্না…রাজিউন)। রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে সকালে মারা যান তিনি।
গত ১৮ নভেম্বর টাঙ্গাইলের নাটিয়াপাড়ায় তাকে বহনকারী মাইক্রোবাসের সঙ্গে রংপুরগামী বাসের মুখোমুখি সংঘর্ষ হলে এমপি ও চালকসহ চারজন আহত হন। পরে টাঙ্গাইল সদর হাসপাতালে চিকিত্সা দিয়ে ঢাকায় নিয়ে আসা হয়। সম্মিলিত সামরিক হাসপাতালে তার অস্ত্রোপচারও হয়।
এই সংসদীয় আসনের সাবেক এমপি মনজুরুল ইসলাম লিটন আততায়ীর হাতে খুন হওয়ার পর উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পান গোলাম মোস্তফা। এ বছরের ২২ মার্চ ওই নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থীকে হারিয়ে প্রথমবারের মত সাংসদ নির্বাচিত হন চণ্ডিপুর ইউনিয়ন পরিষদের এই সাবেক চেয়ারম্যান।

Share this content:

Back to top button