জাতীয়বাংলাদেশলিড নিউজ

‘‌করদাতারা পদ্মা সেতু নির্মাণসহ দেশের উন্নয়নে অবদান রাখছেন’

এবিএনএ : ‌রেলপথমন্ত্রী মজিবুল হক বলেছেন, ‌কর দাতারা পদ্মা সেতু নির্মাণহ দেশ ও জাতির অভূতপূর্ব উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। এক সময় নানান জটিলতার কারণে কর প্রদানকারীদের মধ্যে ভীতি ছিল। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রীর নির্দেশে কর প্রদানকে সহজিকরণ করায় মানুষ এখন উৎসাহ আনন্দের মধ্যদিয়ে কর প্রদান করছে।
বুধবার দুপুরে নগরীর একটি রেস্তোরাঁয় কর অঞ্চল কুমিল্লার আয়োজনে এ বছর সর্বোচ্চ, দীর্ঘ মেয়াদী, নারী ও তরুণ করদাতা এবং কর বাহাদুর পরিবারবর্গকে সম্মাননা ও পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
কর অঞ্চল কুমিল্লার কর কমিশনার সামস্ উদ্দিন আহমেদের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রেলপথমন্ত্রী আরও বলেন, মিয়ানমারের নির্যাতিত রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছেন শেখ হাসিনা। তাই বিশ্ববাসী শেখ হাসিনাকে আজ মাদার অব হিউম্যানেটি হিসেবে আখ্যায়িত করেছে।
রেলের উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, বিএনপি আমলে কোন নতুন রেল লাইন নির্মাণ হয়নি, কোচ আমদানি হয়নি, স্টেশনগুলো সংস্কার হয়নি, কিন্তু আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর রেলপথ মন্ত্রণালয় প্রতিষ্ঠা করে রেলের অভূতপূর্ব উন্নয়ন কাজ করছে।

Share this content:

Back to top button