,
প্রচ্ছদ | জাতীয় | আন্তর্জাতিক | অর্থনীতি | আমেরিকা | লাইফ স্টাইল | ভিডিও নিউজ | ফিচার | আমেরিকা | বিনোদন | রাজনীতি | খেলাধুলা | বিজ্ঞান ও প্রযুক্তি | শিক্ষা

শেখ হাসিনার জাতিসংঘ সফরের সমর্থনে নিউইয়র্কে প্রবাসীদের ঐক্য

এবিএনএ : শেখ হাসিনার জাতিসংঘ সফর সাফল্যমন্ডিত করার সংকল্প ব্যক্ত করলেন আওয়ামী পরিবার ছাড়াও নিউইয়র্কের বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক-পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ। একইসাথে, এই সফরের সময়ে বিএনপি-জামাত-শিবিরের যে কোন অপতৎপরতাকে আইনী প্রক্রিয়ায় রুখে দেয়ারও প্রত্যয় ব্যক্ত করলেন মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত প্রবাসীরা। মতবিনিময় সমাবেশের নেতৃবৃন্দ বিশেষভাবে উল্লেখ করেন, ‘শেখ হাসিনা হচ্ছেন বাংলাদেশের নেতা। বিশেষ কোন দল বা গোষ্ঠির নেতা নন। তাই তাকে সম্মান জানানোর মধ্য দিয়ে মূলত: প্রিয় মাতৃভূমির ইমেজকেই মহিমান্বিত করা হবে আন্তর্জাতিক অঙ্গনে।’

১৭ সেপ্টেম্বর অপরাহ্ন সোয়া ৪টায় সফরসঙ্গিসহ ইত্তেহাদ এয়ারলাইন্সে জেএফকে এয়ারপোর্টে অবতরণ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ তথ্য জানিয়ে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান বলেন, ‘আগের মত এবারও শত শত প্রবাসীর সমাগম ঘটবে জননেত্রী শেখ হাসিনাকে এয়ারপোর্টে প্রাণঢালা অভ্যর্থনা জ্ঞাপনের জন্যে। এজন্যে আমরা এয়ারপোর্ট কর্তৃপক্ষের অনুমতি নিয়ে রেখেছি।’

‘১৯ সেপ্টেম্বর সন্ধ্যায় বিশ্বখ্যাত টাইমস স্কোয়ারের মেরিয়ট মারকুইস হোটেলের সুপরিসর বলরুমে ৩ বারের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গণসংবর্ধনা প্রদান করা হবে। এই সংবর্ধনা সমাবেশকে এ যাবতকালের সেরা একটি সমাবেশে পরিণত করতে সকল প্রবাসীকে একযোগে কাজ করতে হবে’-আহবান ড. সিদ্দিকের।

৩ সেপ্টেম্বর রোববার সন্ধ্যায় নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে মেজবান পার্টি হলে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ডাকে সর্বস্তরের প্রবাসীদের এ মতবিনিময় সমাবেশে স্বাগত বক্তব্যে ড. সিদ্দিকুর রহমান আরো বলেন, ‘২১ সেপ্টেম্বর অপরাহ্নে জাতিসংঘ সাধারণ অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলায় বক্তব্য উপস্থাপনের সময় বাইরে আমরা শান্তি সমাবেশ করবো। সারাবিশ্বকে জানিয়ে দেব যে, শেখ হাসিনা বিশ্বশান্তির ক্ষেত্রে অনন্য দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন, দারিদ্র-বিমোচন তথা উন্নয়নে সমগ্র জনগোষ্ঠিকে একিভ’ত করার ক্ষেত্রেও বিশ্বে অনেকের অনুসরনীয় হয়ে উঠেছেন বাংলাদেশের রাষ্ট্রনায়ক শেখ হাসিনা। এ শান্তি সমাবেশ সফল করার জন্যে এখন থেকে সকলকে টাউন হল মিটিং শুরু করতে হবে।’

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদের সঞ্চালনায় এ সমাবেশে নেতৃবৃন্দের মধ্যে ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ আকতার হোসেন, মাহবুবুর রহমান, সৈয়দ বসারত আলী, আবুল কাশেম এবং লুৎফুল করিম, যুগ্ম সম্পাদক আইরিন পারভিন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফারুক আহমেদ, মহিউদ্দিন দেওয়ান, আব্দুর রহিম বাদশা, চন্দন দত্ত, প্রচার সম্পাদক হাজী এনাম, শিল্প ও বানিজ্য সম্পাদক ফরিদ আলম, মানবাধিকার সম্পাদক মিসবাহ আহমেদ, শিক্ষা সম্পাদক এম এ করিম জাহাঙ্গির, আন্তর্জাতিক সম্পাদক দেওয়ান বজলু, উপ-প্রচার সম্পাদক তৈয়বুর রহমান টনি, উপ-দপ্তর সম্পাদক এম এ মালেক, কোষাধ্যক্ষ মনসুর খান, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া চৌধুরী এবং সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরী, স্টেট আওয়ামী লীগের সেক্রেটারি শাহীন আজমল, যুক্তরাষ্ট্র জাসদের সভাপতি আব্দুল মোসাব্বির, সেক্রেটারি নূরে আলম জিকু, সম্মিলিত সাংস্কৃতিক জোট, উত্তর আমেরিকার সভাপতি মিথুন আহমেদ, বাংলাদেশ সোসাইটির সভাপতি কামাল আহমেদ, যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক ড. এম এ বাতেন, বাংলাদেশী আমেরিকান ডেমক্র্যাটিক লীগের প্রেসিডেন্ট খোরশেদ খন্দকার, যুক্তরাষ্ট্র যুবলীগের আহবায়ক তারেকুল হায়দার চৌধুরী, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নুরুজ্জামান সর্দার, সেক্রেটারি সুবল দেবনাথ, মহিলা আওয়ামী লীগের নেত্রী মমতাজ শাহানা, আওয়ামী লীগের উপদেষ্টা মুক্তিযোদ্ধা এম এ জলিল, ডা. মাসুদুল হাসান, ড. প্রদীপ রঞ্জন কর এবং হাকিকুল ইসলাম খোকন, আওয়ামী লীগের নির্বাহী সদস্য শাহানারা রহমান প্রমুখ।

শেখ হাসিনার আগমন উপলক্ষে এ প্রস্তুতি সভায় ব্যাপক উপস্থিতির মধ্য দিয়ে প্রকারান্তরে যুক্তরাষ্ট্রে আওয়ামী পরিবারের ঐক্য সুসংহত হলো বলে অনেকে মনে করছেন। ২২ সেপ্টেম্বর শেখ হাসিনা নিউইয়র্ক থেকে ওয়াশিংটন ডিসিতে যাবেন বলেও এই সমাবেশকে অবহিত করেন ড. সিদ্দিক। তিনি বলেন, ‘২৮ সেপ্টেম্বর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্মদিন। সে আলোকে ভার্জিনিয়ায় ব্যাপক আয়োজনে আরেকটি সমাবেশ হবে। সেটিকেও সফল করতে মেট্র ওয়াশিংটন এলাকার প্রবাসীদের পাশে থাকতে হবে আমাদের সকলকে।’

এদিকে, জাতিসংঘে বাংলাদেশ মিশনের ফার্স্ট সেক্রেটারি (প্রেস) নূরএলাহি মিনা এ সংবাদদাতাকে জানান, ২১ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ অধিবেশনে বক্তব্য উপস্থাপনের পরই প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউইয়র্কের মিডিয়া-কর্মীদের সাথে মিলিত হবেন। মিশনের বঙ্গবন্ধু মিলনায়তনে এ অনুষ্ঠান হবে। উল্লেখ্য, শেখ হাসিনা যতবারই জাতিসংঘে এসেছেন, প্রত্যেকবারই মিডিয়ার সাথে তার সফরের আলোকে মতবিনিময় করেছেন।

Chairman & Editor-in-Chief : Shaikh Saokat Ali
Managing Editor Khondoker Niaz Ikbal
Executive Editor: Mehedi Hasan
E-mail : abnanewsali@gmail.com
Usa Office: 2817 Fairmount, Avenue Atlantic city-08401,NJ, USA. Bangladesh Office : 15/9 Guptopara,Shemulbag, 2 nd floor,GS Tola, Teguriha, South Keraniganj, Dhaka. Usa. Phone: +16094649559, Cell:+8801978-102344, +8801715-864295
Server mannarged BY PopularServer
Design & Developed BY PopularITLimited