বিনোদনলিড নিউজ

বার্লিনে হঠাৎ মোদী-প্রিয়াঙ্কার বৈঠক!

এবিএনএ : বার্লিনে হঠাৎ মোদী-প্রিয়াঙ্কা বৈঠক করেছেন। এ নিয়ে নানা কথার ডালপালা গজিয়েছে। জানা যাচ্ছে, আগে থেকে দেখা হওয়ার কোনো কথা ছিল না। সৌজন্য সাক্ষাৎকারেরও কোনো আভাস ছিল না। আগে থেকে ছিল না কোনো সুচিন্তিত পরিকল্পনা। তবুও ভারতের দুই জনপ্রিয় ব্যক্তিত্বের হঠাৎ দেখা হয়ে গেল বিদেশের মাটিতে।

দু’জন দুই জগতের মানুষ। একজন আন্তর্জাতিক স্তরের জনপ্রিয় অভিনেত্রী। অন্যজন, রাজনীতির জগতে খ্যাতনামা। দেশের প্রধানমন্ত্রীও বটে! কিন্তু, বার্লিনের মাটিতে প্রিয়াঙ্কা চোপড়া এবং নরেন্দ্র মোদীর দেখা হয়ে গেল হুট করেই।

মোদীর সঙ্গে সাক্ষাৎ হওয়ায় দারুণ উচ্ছ্বসিত ৩৪ বছর বয়সী নায়িকা। মোদীর সঙ্গে সাক্ষাতের সেই মুহূর্তের ছবি টুইটারে শেয়ার করেছেন বেওয়াচ তারকা নিজেই

সোমবার চারদেশ সফরের উদ্দেশ্যে ছয়দিনের বিদেশ সফরে আছেন প্রধানমন্ত্রী মোদী। জার্মানি সফর সেরে স্পেন, রাশিয়া হয়ে শেষে যাবেন ফ্রান্সে। তারই ফাঁকে দুইজনের এই দেখা।

তবে তাদের মধ্যে কী কথা হয়েছে এ সম্পর্কে কিছুই জানা যায়নি। তবে একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছেন, ভবিষ্যতে রাজনীতিতে আসতে চান জনপ্রিয় এই অভিনেত্রী। ফলে আগে থেকেই তিনি সে পথ তৈরি করে রাখছেন।

Share this content:

Related Articles

Back to top button