
এবিএনএ : করোনায় বিষন্ন মন নিয়ে ঘরবন্দি রাজধানীসহ সারাদেশের মানু্ষ। অতিপ্রয়োজনে কেউ কেউ বের হচ্ছে। এমন অবস্থায় হঠাৎ করেই বৃহস্পতিবার দুপুর গড়িয়ে বিকাল পড়তেই রাজধানী ঢাকাকে দেখা গেল নতুন চেহারায়। মেঘভরা আকাশ আর ঝড়ো বাতাসের সঙ্গে বৃষ্টিতে নিমিষেই অন্ধকার নেমে আসে। যা দেখে বোঝার উপায় ছিল না এখন রাত না দিন।
তবে খুব বেশি স্থায়ী হয়নি এমন অন্ধকার। আধাঘণ্টার মতো এ অবস্থা বিরাজ করে। বেশ বৃষ্টি হয়। কোথাও আবার শিল পড়তেও দেখা গেছে।দেশের বিভিন্ন স্থানে আগামী ২৪ ঘণ্টা শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
সকাল ৬টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে ঝড়ো-হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
বৃহস্পতিবার আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
Share this content: