ম্যানচেস্টার হামলা: সন্দেহভাজন অধিকাংশ আটক

এবিএনএ : যুক্তরাজ্যের ম্যানচেস্টারে আত্মঘাতী বোমা হামলায় জড়িত সন্দেহভাজন অধিকাংশকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গত শুক্রবার পুলিশ এ কথা জানায়।
এদিকে নির্বাচনী প্রচারণা আবারো শুরু হওয়ায় পুলিশের বাজেট কমানোয় সরকার কঠোর সমালোচনার মুখে পড়েছে। খবর এএফপি’র।
ঘৃণ্য ওই হামলার সাথে জড়িত থাকায় যুক্তরাজ্যে সন্দেহভাজন নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে লিবীয় পুলিশ ২২ বছর বয়সী বোমা হামলাকারী সালমান আবেদির বাবা ও ভাইকেও আটক করেছে।
ইসলামিক স্টেট গ্রুপ এ হামলার দায় স্বীকার করেছে।
ব্রিটেনের সন্ত্রাসবাদ দমন পুলিশের প্রধান মার্ক রাওলি জানান, পুলিশ এ কর্মকাণ্ডের নেটওয়ার্কের ‘অধিকাংশ’ সন্দেহভাজনকে আটক করেছে। এ হামলায় নিহত ২২ জনের মধ্যে ১৮ বছরের কম বয়সী সাত শিশু রয়েছে।
তিনি বলেন, ‘আমরা অনেক খুশি। নিষ্ঠুর এই হামলার সাথে যুক্ত হোতাদের প্রায় অধিকাংশই আমাদের হাতে বন্দি রয়েছে। ’
পুলিশ আরো জানায়, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এখন পর্যন্ত নয়জনকে ব্রিটেনে গ্রেপ্তার করা হয়েছে। এদের সকলের বয়স ১৮ থেকে ৪৪ বছরের মধ্যে। এই নয়জনের মধ্যে ৩০ বছর বয়সী একজনকে শুক্রবার ভোরে দক্ষিণ ম্যানচেস্টারের মোস সাইড এলাকা থেকে এবং আরেকজনকে শুক্রবার সন্ধ্যার দিকে কাছের রাশহলম থেকে গ্রেপ্তার করা হয়।
এদিকে ব্রিটেনের বিরোধী দলীয় লেবার পার্টির নেতা জেরেমি করবিন পুলিশকে প্রয়োজনীয় তহবিল দিয়ে সন্ত্রাসের ঝুঁকি কমানো সরকারের দায়িত্ব বলে উল্লেখ করেন। বিশেষ করে যেখানে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন রক্ষণশীল প্রধানমন্ত্রী থেরেসা মে।
উল্লেখ্য, গত সোমবারের হামলার পর থেরেসা মে ও করবিন ৮ জুনের আগাম ভোটের প্রচারণা স্থগিত করেন।
এদিকে হামলাকারী সালমান আবেদির (২২) সঙ্গে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সংশ্লিষ্টতার বিষয়ে যে তদন্ত চলছে সে সম্পর্কে গ্রেটার ম্যানচেস্টার পুলিশের (জিএমপি) প্রধান গতকাল শনিবার বলেন, হামলাকারীর সঙ্গে যুক্ত একটি বৃহত্তর নেটওয়ার্ককে বিবেচনায় নিয়ে তদন্ত কাজ চলছে।
স্কাই নিউজ জানিয়েছে, যুক্তরাজ্য থেকে আইএসের কর্মী সংগ্রহের ঘটনায় পরিচিত রাফায়েল হস্টির সঙ্গে সখ্য ছিল আবেদির। দক্ষিণ ম্যানচেস্টারের মোস সাইড এলাকায় দুজন একসঙ্গে আড্ডা দিতেন ও স্থানীয় ডিডসব্যারি মসজিদে নামাজ পড়তেন। ২৪ বছর বয়সী হস্টি গত বছর সিরিয়ায় ড্রোন হামলায় নিহত হয়েছেন বলে ধারণা করা হয়।
উল্লেখ্য, গত সোমবার রাতে ম্যানচেস্টার অ্যারেনায় মার্কিন পপ তারকা আরিয়ানা গ্রান্ডির কনসার্ট শেষ হওয়ার পরপরই যে আত্মঘাতী বোমা হামলা চালানো হয় তাতে ২২ জন নিহত হয়েছে।
Share this content: