
এবিএনএ : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, গণমাধ্যম এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বলে বলীয়ান হয়ে তথ্য কর্মকর্তাদের দেশের ভাগ্য পরিবর্তনের যোগ্যকর্মী হিসেবে ভূমিকা রাখতে হবে।
আজ রবিবার ঢাকায় সিরডাপ মিলনায়তনে ‘তথ্য কর্মকর্তাদের জন্য হিউম্যান ডেভেলপমেন্ট মিডিয়া’ শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। একসেস টু ইনফরমেশন (এটুআই) কর্মসূচির আওতায় তথ্য মন্ত্রণালয়ের গণযোগাযোগ অধিদপ্তর এ কর্মশালার আয়োজন করে।
তথ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে জঙ্গি দমনের মাধ্যমে শান্তি, উন্নয়ন বেগবান করে সমৃদ্ধি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তিকে সার্বজনীন করে জনগণের সক্ষমতা আনয়ন করছেন। মানুষের ভাগ্য পরিবর্তনে একটি বাড়ি একটি খামার, ডিজিটাল বাংলাদেশ, নারীর ক্ষমতায়ন, কমিউনিটি ক্লিনিক ও শিশু বিকাশ, সবার জন্য বিদ্যুৎ, আশ্রায়ণ প্রকল্প, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, শিক্ষা সহায়তা কার্যক্রম, বিনিয়োগ বিকাশ ও পরিবেশ সুরক্ষায় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ বাংলাদেশকে আরেক ধাপ এগিয়ে নিয়ে চলেছে।
হাসানুল হক ইনু বলেন, ঠিক এ সময়েই দেশের উন্নয়নে তৃণমূল মানুষকে সম্পৃক্ত করতে সকল গণমাধ্যম ব্যবহারের মঞ্চ হিসেবে ‘হিউম্যান ডেভেলপমেন্ট মিডিয়া’র সকল প্রয়োগের বিকল্প নেই। আর দেশব্যাপী ৬৪টি জেলা ও ৪টি পার্বত্য উপজেলার তথ্য অফিসের কর্মকর্তাদেরই এ দায়িত্ব পালনে অগ্রণী হতে হবে।
অধিদপ্তরের মহাপরিচালক এবং প্রধান তথ্য অফিসার কামরুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় আরো বক্তব্য রাখেন তথ্য সচিব মরতুজা আহমদ।
এটুআই কর্মসূচি ও গণযোগাযোগ অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ দু’দিনব্যাপী এ কর্মশালায় ১০টি সেশনে হিউম্যান ডেভেলপমেন্ট মিডিয়া বিষয়ে প্রশিক্ষণ পরিচালনা করছেন।
Share this content: