জাতীয়বাংলাদেশলিড নিউজ

মেয়র পদে বসতে বাধা নেই আরিফের

এবিএনএ : সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীকে বরখাস্তের আদেশ স্থগিত করে দেয়া হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন চেম্বার আদালত। ফলে মেয়র পদে বসতে আরিফুল হকের আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী আবদুল হালিম কাফী।
তিনি জানান, বুধবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের আদালতে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আবেদন করেন।
তিনি আরও জানান, এদিন আদালত ‘নট টু ডে’ বলে আদেশ দেন। পরে আজ বৃহস্পতিবার রাষ্ট্রপক্ষ আবেদনটি প্রত্যাহার করে নেয়ার আবেদন করে। এর পরিপ্রেক্ষিতে বিষয়টি কার্যতালিকা থেকে বাদ দেন চেম্বার বিচারপতি।
আদালতে আরিফুল হকের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মইনুল হোসেন ও আব্দুল হালিম কাফি। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোমতাজ উদ্দিন ফকির।
রাষ্ট্রপক্ষ জানিয়েছে, হাইকোর্টের আদেশ পাওয়ার পর লিভ টু আপিলের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। গত রোববার সিলেটের মেয়র আরিফকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। এই আদেশ পাওয়ার পর মেয়র আরিফুল হক চৌধুরী হাইকোর্টে রিট করেন। এর প্রেক্ষিতে গত সোমবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের হাইকোর্ট বেঞ্চ মেয়র আরিফকে বরখাস্তের আদেশের ওপর স্থগিতাদেশ জারি করেন। এ ছাড়া বরখাস্তের আদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না- তা জানতে চেয়ে তিন দিনের রুল জারি করে ৯ এপ্রিল পরবর্তী শুনানির দিন ধার্য করেন।
উল্লেখ্য, প্রয়াত আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্ত হত্যাচেষ্টার মামলার চার্জশিটে নাম থাকায় আরিফকে ফের সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়।

Share this content:

Related Articles

Back to top button