এবিএনএ : যুক্তরাষ্ট্র থেকে পরিচালিত আমেরিকা বাংরাদেশ নিউজ এজেন্সী (এবিএনএ) এর চেয়ারম্যান ও এডিটর ইন চিফ শেখ শওকত আলী শিমুলের বড় মেয়ে খায়রুন কাওছার ফাতেমার শুভ জন্মদিন আজ। ৭তম জন্ম দিন উপলক্ষে বাগেরহাট, ঢাকা ও ইউ এস এ পৃথক পৃথক জায়গায় জন্ম দিন পালন করছে পরিবার, আত্বিয় ও শুভাকাক্ষীরা। ২০১০ সালের ২৫ জানুয়ারী ঢাকা মেডিকেল কলেজ হাসফাতালে জন্ম নেয় ফাতেমা। ফাতেমার গ্রামের বাড়ী বাগেরহাট জেলার বাদেকাপাড়ায়। তার মাতা নার্গিস আক্তার ও পিতা শেখ শওকত আলী শিমুল ফাতেমার শুভ জন্ম দিন উপলক্ষে সবার কাছে দোয়া কামনা করেছেন।