এবিএনএ : সাড়ে ৪’শ থেকে ৫’শ নেতা-কর্মী নিয়ে বাংলাদেশে যাবে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ। ২০১৯ সালের জাতীয় সংসদ নির্বাচনে দলের নিরঙ্কুশ জয়ের জন্য এই দলটি নির্বাচনী ময়দানে কাজ করবে। যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ সভাপতি ড. সিদ্দিকুর রহমান এই দলের নেতৃত্ব দেবেন। গতকাল রোববার নিউইয়র্কে দলের কার্যনির্বাহী কমিটির বৈঠকে এ সিন্ধান্ত নেয়া হয়। জ্যাকসন হাইটস এর পালকি সেন্টারে ৮ ঘন্টা ব্যাপী বৈঠকে কমিটির ৭৬ জন নেতা অংশ নেন। জর্জিয়া, ওয়াশিংটনসহ বিভিন্ন স্টেট থেকে কেন্দ্রীয় নেতারা এতে যোগ দেন। এদিকে গতকালের বৈঠকে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের অর্ন্তদ্বন্দ্ব এবং কোন্দলের পরিসমাপ্তি ঘটেছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দল থেকে অব্যাহতি পাওয়া সাবেক সাধারন সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদসহ শোকজপ্রাপ্ত ৭ নেতা এতে উপস্থিত হয়ে সবাইকে চমকে দেন। তারা ড. সিদ্দিকুর রহমানের সমঝোতা উদ্যোগকে স্বাগত জানান। এবং নেতৃত্বের দৃঢ়তার ভূয়শী প্রশংসা করেন। সভায় এর জাতীয় নির্বাচনকে সামনে রেখে এই আগাম প্রস্তুতিতে উচ্ছাস প্রকাশ করেন বৈঠকে উপস্থিত প্রায় সকল নেতারা।
এ সময় ড. সিদ্দিকুর রহমান ঐক্য প্রক্রিয়ায় সহায়তা করার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান বলেন, সন্ত্রাস দমনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেমন জিরো টলারেন্স নীতি অবলম্বন করেছেন তেমনি দলে বিভেদ সৃষ্টির ব্যাপারে জিরো টলারেন্স নীতি অবলম্বন করা হবে। ফেসবুক, টুইটারসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে দলের কর্মকান্ড এবং ব্যক্তিগত বিষয় নিয়ে যারা কুৎসা রটায় তাদের ছাড় দেয়া হবেনা। তিনি বলেন, যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের এখন একটাই লক্ষ্য আর সেটা হলো ২০১৯ সালের জাতীয় নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের নিরঙ্কুশ বিজয়। শুধুমাত্র এই কারনে এখন প্রায়োজন ঐক্যবন্ধ থাকার। দলীয় সভানেত্রী আমাাদের সে নির্দেশই দিয়েছেন।
ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আব্দুস সামাদ আজাদের পরিচালনায় এতে সভাপত্বি করেন সভাপতি ড. সিদ্দিকুর রহমান। এতে উপস্থিত প্রায় সকল নেতার কথা শোনেন তিনি। এরপর দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন।