এবিএনএ : ব্যাপক আনন্দ আয়োজনের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের নিউজারসি অঙ্গরাজ্যর আটলান্টিক সিটিতে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। গত ২১শে ডিসেম্বর,বুধবার রাতে গরমেট রেস্টুরেন্টে সাউথ জার্সি মেট্রো আওয়ামী লীগ মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আক্তার হোসেন। অনুষ্ঠানের শুরুতে পবিএ কোরান থেকে তেলাওয়াত করেন হাজী আবদুর রফিক ও পবিএ গীতা থেকে পাঠ করেন ধীমান পাল। বাংলাদেশের ও যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এছাড়া অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় । শামসুল ইসলাম শাহজাহান এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন রওশনউদদীন,শওকত শিমুল,কাঞ্চণ বল,গোলাম হাফিজ,মোঃ শাজাহান,আহসান হাবীব,শহীদ খান । আলোচনা সভায় বক্তারা বলেন, সারা বাংলাদেশে এখন উন্নয়নের জোয়ার । সেদিন আর বেশিদিন দূরে নয় যেদিন বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিনত হবে।তাই বাংলাদেশের মানুষ এখন আর আন্দোলন চায় না, উন্নয়ন চায়।গ্রামে-গঞ্জের মানুষ ডিজিটাল বাংলাদেশের সুফল ভোগ করছে।বক্তারা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্য অর্জনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করা এবং রাজাকারমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্য অর্জনের জন্য প্রবাসীদের জোরালো ভূমিকা পালনের জন্য আহবান জানান।তাছাড়া বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের ব্যাপারে মুজিব সৈনিকদের সর্বদা সজাগ থাকার আহবান জানান। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ফরহাদ সিদ্দিক।
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন প্রবাসের জনপ্রিয় সংগীত শিল্পী চন্দন চৌধুরি।বিজয় দিবস উপলক্ষে শিশু-কিশোরদের অংশগ্রহনে সংগীত প্রতিযোগীতায় ‘ক’ বিভাগে সপ্তর্ষি চৌধুরি প্রথম এবং অভিষেক পাল ও শ্রেষ্ঠাস্বরী যুগ্মভাবে দ্বিতীয় স্থান লাভ করে।এছাড়া ‘খ’ বিভাগে মনোস্বিতা চৌধুরি প্রথম, পুস্পিতা পাল দ্বিতীয় ও পঞ্চতপা বল তৃতীয় স্থান লাভ করে। প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী এই অনুষ্ঠানে যোগ দেন।নৈশভোজের মাধ্যমে বিজয় দিবসের অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।