বাংলাদেশরাজনীতিলিড নিউজ

‘কুমিল্লা সিটির নির্বাচন নতুন ইসির অগ্নিপরীক্ষা’

এবিএনএ : কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন কে এম নূরুল হুদার নেতৃত্বাধীন নতুন কমিশনের জন্য অগ্নিপরীক্ষা বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
সোমবার বিকেলে আগারগাঁওয়ে কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সঙ্গে সাক্ষাৎ করে বিএনপির প্রতিনিধিদল। এ সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ মন্তব্য করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব।
রুহুল কবির রিজভী বলেন, ‘কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন নতুন কমিশনের জন্য অগ্নিপরীক্ষা। কারণ, কমিশন ওই নির্বাচন যদি অবাধ ও সুষ্ঠুভাবে আয়োজন করে সরকারের বলয়ের বাইরে থাকতে পারে, তাহলে এই কমিশনের প্রতি সব রাজনৈতিক দলের আস্থা থাকবে। আর না পারলে এই কমিশনের প্রতি সেই আস্থা থাকবে না।’
তিনি আরো বলেন,  ‘এই প্রথম নির্বাচন কমিশনের কাছে আসলাম। যারা গণতন্ত্রহারা, ভোটারহারা তারা চায় সুষ্ঠু ভোটের মাধ্যমে গণতন্ত্র ফিরে আসুক। নতুন সিইসি সজ্জন ব্যক্তি। আমরা কিছু দাবি জানিয়েছি। দাবির মধ্যে রয়েছে- নির্বাচনে কারচুপি ঠেকাতে ভোটের দিন প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা বসানো, নতুন মামলা দায়ের করে বিএনপির নেতা-কর্মীদের হয়রানি না করা ও সরকারি দলের নেতা-কর্মীরা যাতে ভয়ভীতি প্রদর্শন না করে তার ব্যবস্থা করা ইত্যাদি। তিনি আমাদের কথা শুনে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। আশা করি, তা বাস্তবায়ন করবেন।’
রুহুল কবির রিজভী অভিযোগ করেন, কুমিল্লায় বিএনপির নেতা-কর্মীদের ওপর অনাচার হচ্ছে। প্রশাসন তাদের দায়িত্ব ঠিকমতো পালন করছে না। এগুলো সেখানকার রিটার্নিং অফিসারের কাছে জানানো হয়েছে। কিন্তু তিনি সে বিষয়ে কোনো পদক্ষেপ নিচ্ছেন না।
বিএনপির প্রতিনিধিদলে ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম ও বিএনপির স্বনির্ভরবিষয়ক সম্পাদক আবুল খায়ের ভূঁইয়া প্রমুখ।

Share this content:

Back to top button