
এবিএনএ : কক্সবাজারের চকরিয়ায় গরু চুরির সন্দেহে দুই মেয়ে, এক ছেলে ও মাসহ ৫ জনকে রশি দিয়ে বেঁধে নির্যাতনের শিকারদের জামিন দিয়েছেন আদালত। সেইসঙ্গে ঘটনা তদন্ত করে আগামী সাত দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন আদালত। আজ সোমবার দুপুরে কক্সবাজারের চকরিয়ায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রাজীব কুমার দেব স্বতঃপ্রণোদিত হয়ে এ জামিন আদেশ প্রদান করেন।
কক্সবাজারের সিনিয়র সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) কাজী মতিউল ইসলাম জানান, সোমবার চকরিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালত স্বতঃপ্রণোদিত হয়ে নির্যাতনের শিকার হয়ে ভাইরাল হওয়ার ঘটনায় জনস্বার্থে একটি আদেশ প্রদান করেন। আগামী সাত কর্মদিবসের মধ্যে এ বিষয়ে আদালতকে অবহিত করতে তাকে নির্দেশ দিয়েছেন বলেও জানান তিনি।
ওই মামলায় চট্টগ্রামের পটিয়া উপজেলার শান্তিরহাট এলাকার আবুল কালামের স্ত্রী পারভিন আক্তার, তার মেয়ে সেলিনা আক্তার, রোজিনা আক্তার, ছেলে আরমান ও পেকুয়া উপজেলার ছুট্টু নামের একজনকে আসামি করা হয়। পরে পুলিশ তাদের আদালতে সোপর্দ করলে আদালত তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
Share this content: