
এবিএনএ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রিকস-বিমসটেক লিডারস আউটরিচ শীর্ষ সম্মেলনে যোগদানের জন্য আজ সকালে ভারতের গোয়ায় পৌঁছলে তাঁকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। শনিবারে থেকে ভারতের দক্ষিণ-পশ্চিম রাজ্য গোয়ায় শুরু হওয়া দুই দিনব্যাপী এই সম্মেলনের থিম হচ্ছে- ব্রিকস-বিমসটেক : একটি অংশীদারত্বের সুযোগ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইট সকাল ১০টা ১৫ মিনিটে (ভারতীয় সময়) গোয়া নেভাল বেইস এয়ারপোর্টে পৌঁছেন। ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম জে আকবর, গোয়ার বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী আলিনা সালদানহা, গোয়া সরকারের সচিব (কো-অপারেশন) পদ্মা জেসওয়াল, দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী, মুম্বাইয়ে ডেপুটি হাইকমিশনার সামিনা নাজ গোয়া এয়ারপোর্টে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান।
বিমানবন্দরে পৌঁছার পর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারতীয় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। তখন তাঁর সম্মানে শিল্পীরা স্থানীয় সাংস্কৃতিক কার্যক্রম প্রদর্শন করেন। পরে একটি মোটর শোভাযাত্রার মাধ্যমে প্রধানমন্ত্রীকে হোটেল দ্য লীলা গোয়ায় নিয়ে যায়। সফরকালে তিনি ভারতের দক্ষিণ-পশ্চিম রাজ্য গোয়ার এই হোটেলে অবস্থান করবেন।
বাংলাদেশের প্রধানমন্ত্রী আজ বিকালে বিমসটেক লিডারস রিট্রিট এবং ব্রিকস-বিমসটেক লিডারস আউটরিচ শীর্ষ সম্মেলনে উপস্থিত থাকবেন। শীর্ষ সম্মেলনের ফাঁকে আজ রাতে প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল সকালে দেশে ফিরবেন।
Share this content: