এবিএনএ: বলিউডে নাচের ঝলক দেখিয়ে হাজারো ভক্তের মন জয় করেছেন কানাডিয়ান মডেল ও আইটেম তারকা নোরা ফাতেহি। তবে শুধু বলিউড নয়, গোটা বিশ্বেই ডান্সিং স্কিলের জন্য জনপ্রিয় নোরা। সম্প্রতি ‘দ্য কপিল শর্মা শো’-তে গিয়েছিলেন তিনি। সেখানে গিয়ে নিজের মনের মানুষের কথা জানান দিলেন এই আইটেম বোম্ব।
‘দ্য কপিল শর্মা শো’ উপস্থাপনা করেন ভারতের জনপ্রিয় কমেডিয়ান পিল শর্মা। তার নামানুসারেই অনুষ্ঠানটির নাম রাখা হয়েছে। অনুষ্ঠানে অতিথি হিসেবে হাজির হওয়া নোরাকে কপিল তার মনের মানুষ সম্পর্কে প্রশ্ন করেন। জবাবে নোরা বলেন, ‘আমি বরাবর বলিউডের একজন হিরোকেই ভালোবেসেছি। তিনি হৃত্বিক রোশন। আমি তার সঙ্গে কাজ করতে চাই।’
হৃত্বিকের ফ্যানগার্ল নোরা আরও বলেছেন, ‘আমি হৃত্বিককে ভালোবাসি। আমি ওর মতো ডান্সার হতে চাই।’ দর্শকের হয়তো জানা নাও থাকতে পারে, কানাডিয়ান এই আইটেম তারকা শুধুই ডান্সার ও অভিনেত্রীই নন, তিনি ভালো গানও গাইতে পারেন। ‘বিগ বস’ সিজন ৯-এ নজর কেড়েছিলেন নোরা।