খেলাধুলালিড নিউজ

দিল্লিকে হারিয়ে টেবিলের দুইয়ে লখনৌ

ম্যাচের শুরুতে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন লখনৌ সুপার জায়ান্টসের অধিনায়ক লোকেশ রাহুল। ব্যাট শুরুতেই সাজঘরে ফেরেন ওপেনার কুইন্টন ডি কক। আউট হওয়ার আগে ১৩ বলে ২৩ রান করেন তিনি।

দ্বিতীয় উইকেট জুটিতে মাত্র ৬১ বলে ৯৫ রান তুলেন আরেক ওপেনার লোকেশ রাহুল ও দ্বীপক হুদা। এ সময় দুজনই অর্ধশতকের দেখা পেয়েছেন। রাহুল নিজের ইনিংসটা কিছুটা বাড়িয়ে নিলেও বেশিদূর এগিয়ে নিতে পারেননি হুদা। ৩৪ বলে ছয় চার এবং একটি ছয়ে করেন ৫২ রান।

এদিকে লোকেশ রাহুল আউট হওয়ার আগে করেন ৭৭ রান। ৫১ বলে খেলা তার এই শৈল্পিক ইনিংসটি চারটি চার এবং ছয়টি ছয়ে সাজানো। এছাড়া মার্কোস স্টোয়নিস ১৭ এবং ক্রুনাল পান্ডিয়া ৯ রানে অপরাজিত থাকেন।

রান তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি দিল্লির। ৫ রানে পৃথ্বি শ এবং ৩ রানে আউট হন ডেভিড ওয়ার্নার। এরপরও পাওয়ার প্লের ছয় ওভারে তুলে ৬৬ রান।

মূলত তৃতীয় উইকেট জুটিতে ঘুরে দাঁড়ায় মোস্তাফিজুরের দল। এ সময় দলনেতা রিশাব পান্ত এবং মিচেল মার্শ মিলে গড়েন ৬০ রানের জুটি। ৩৭ রান করে আউট হন মার্শ। পরের উইকেটের খেলতে নেমে মাত্র ৩ রান তুলতে পেরেছেন ললিত যাদব। অধিনায়ক পান্ত আউট হয়েছেন ৪৪ রানে।

এরপর রোভমান পাওয়েল এবং অক্ষর প্যাটেল মিলে দলকে জেতানোর ক্ষুদ্র প্রয়াস চালান। কিন্তু ২১ বল ৩৫ রান করে পাওয়েল আউট হলে ম্যাচ আর জেতা সম্ভব হয়নি। ১ রানে ফেরেন শার্দুল ঠাকুর। আর ৩৬ রানে অক্ষর প্যাটেল ও ৯ রানে কুলদ্বীপ যাদব অপরাজিত থাকেন।

Share this content:

Back to top button