বেইজিংয়ে স্কুলে হাতুড়ি হামলা, আহত ২০

এবিএনএ: চীনের রাজধানী বেইজিংয়ের একটি প্রাথমিক বিদ্যালয়ে হামলায় অন্তত ২০ জন শিক্ষার্থী আহত হয়েছে। অজ্ঞাত এক ব্যক্তি হাতুড়ি দিয়ে এ হামলা চালায় বলে জানিয়ে দেশটির কর্তৃপক্ষ।
সামাজিক যোগাযোগের মাধ্যম সাইট ওয়েবোর এক বিবৃতির বরাত দিয়ে বিবিসি জানিয়েছে,আজ মঙ্গলবার স্থানীয় সময় বেলা ১১টার দিকে বেইজিংয়ের জিসংহেং জেলায় এ হামলার ঘটনা ঘটে। এতে তিন শিশু গুরুতর আহত হলেও তাদের অবস্থা স্থিতিশীল। কথিত ওই হামলাকারীকে পুলিশ আটক করেছে। তবে সন্দেহভাজন ওই হামলাকারীর কি উদ্দেশ্য ছিল তা জানা যায়নি। জিসংহেং জেলা কর্তৃপক্ষ জানিয়েছে,ঘটনা তদন্তে তারা অন্য সরকারি কর্তৃপক্ষের সঙ্গে একত্রে কাজ করবে।
চীনে একটি নার্সারিতে ছুরির হামলায় ১২ শিশু আহতের ঘটনায় এক চাইনিজ ব্যক্তি মারা যাওয়ার একদিন পরেই এ হামলার ঘটনা ঘটলো। চীনে খুব বেশি সহিংসতার ঘটনা না ঘটলেও সাম্প্রতিক কয়েক বছরে স্কুলে বেশ কয়েকটি হামলার ঘটনা ঘটেছে।
Share this content: