জাতীয়বাংলাদেশলিড নিউজ

সড়কে ঝরল একই পরিবারের তিন প্রাণ

এবিএনএ: গাছের সঙ্গে ধাক্কা লেগে একটি প্রাইভেটকার উল্টে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।বৃহস্পতিবার ভোর ৪টার দিকে ময়মনসিংহ সদর উপজেলার আলালপুর গ্রামের  ময়মনসিংহ-শেরপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন, গাইবান্ধার ফুলছড়ি উপজেলার এয়েন্ডাবাড়ি ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল হামিদ, তার স্ত্রী সাহারা খাতুন ও তাদের ছেলে শফিকুল ইসলাম।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম জানান, ‘হামিদ তার স্ত্রী ও ছেলেকে নিয়ে শেরপুর থেকে প্রাইভেটকারে ঢাকায় যাচ্ছিলেন। পথে চালক নিয়ন্ত্রণ হারালে প্রাইভেটকারটি রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান।’ আহত তিনজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ একই হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

Share this content:

Back to top button