জাতীয়বাংলাদেশলিড নিউজ

সোনাতলায় সাংবাদিক সাগরের দাফন সম্পন্নঃ বিভিন্ন মহলের শোক

এবিএনএ : বগুড়ার সোনাতলা উপজেলার দৈনিক চাঁদনী বাজার পত্রিকার উপজেলা প্রতিনিধি, সোনাতলা মডেল প্রেসক্লাবের সাধারন সম্পাদক এবং উপজেলার দিগদাইড় ইউনিয়নের উত্তর সুখানপুকুর গ্রামের ছালামত আকন্দের ছেলে সাংবাদিক বেলাল হোসেন সাগর আজ শুক্রবার ভোর ৪ টার দিকে ইন্তেকাল করেছেন (ইন্না নিল্লাহে … …রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৫ বছর। তিনি কিছুদিন ধরে উচ্চ রক্তচাপ ও ডায়বেডিস রোগে ভুগছিলেন। তিনি স্ত্রী দুই ছেলেসহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন। তার জানাযার নামাজ আজ শুক্রবার বাদ আছর উত্তর সুখানপুকুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। জানাযা শেষে পারিবারিক কবরস্থানে শায়িত করা হয়।
সাংবাদিক বেলাল হোসেন সাগরের মৃত্যুতে শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, বগুড়া-১ আসনের সংসদস সদস্য আব্দুল মান্নান এমপি, জেলা পরিষদের সংরক্ষিত সদস্য ও সারিয়াকান্দী উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাহাদারা মান্নান, জেলা পরিষদের সদস্য এ্যাড. মিনহাদুজ্জামান লীটন, সোনাতলা উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু মোঃ জিয়াউল করিম শ্যাম্পো, সাধারন সম্পাদক মাহবুবুল আলম বুলু, সোনাতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম আহসানুল তৈয়ব জাকির, পৌর মেয়র আলহাজ্ব জাহাঙ্গীর আলম নান্নু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শফিকুর আলম, সোনাতলা থানার অফিসার ইনচার্জ মোঃ শরিফুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নবীন আনোয়ার কমরেড, জোড়গাছা ইউপি চেয়ারম্যান রোস্তম আলী মন্ডল, দিগদাইড় ইউপি চেয়ারম্যান আলী তৈয়ব শামীম, দিগদাইড় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শরিফুল ইসলাম সাজু, সাধারন সম্পাদক রেজাউল করিম, জোড়গাছা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল মমিন মাষ্টার, সাধারন সম্পাদক রফিকুল ইসলাম মতিন, আওয়ামীলীগ নেতা মোঃ সাইফুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি ফিদা হাসান টিটো, সাধারন সম্পাদক ফরহাদ হোসেন জুয়েল, উপজেলা সেচ্ছাসেবকলীগের আহবায়ক শাহনেওয়াজ তালুকদার বাবু, যুগ্ম আহবায়ক মাহফুজার রহমান শিপলু, সোনাতলা প্রেসক্লাবের সভাপতি লতিফুল ইসলাম, সাধারন সম্পাদক জাহিনুর ইসলাম, সাংবাদিক নিপুন আনোয়ার কাজল, বদিউদজ্জামান মুকুল, আল মামুন, ইকবাল কবির লেমন, আনারুল ইসলাম লীটন, মোশারফ হোসেন মজনু, হাবিুর রহমান, আবু হেলাল, শহিদুল ইসলাম শাহীন, রিমন আহম্মেদ বিকাশ, রাজ্জাক, প্রমুখ।

Share this content:

Back to top button