এবিএনএ : যুক্তরাষ্ট্রের সাউথজার্সি মেট্টো আ’লীগের উদ্যেগে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছেন। গত মঙ্গলবার আটলান্টিক সিটির আ’লীগ কার্যালয়ে সংগঠনের সভাপতি সিরাজুদ্দোলা ভুইয়ার সভাপতিত্বে ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মহম্মদ শাহিনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন সংগঠনের সহ-সভাপতি পলাশ চৌধুরী, অজয় চক্রবর্তী, শফিক জামিল, উপদেষ্টা রেজাউল ইসলাম খালিদ, যুগ্ন সাধারন সম্পাদক আবুল আজাদ মিঠু, সুজন দাস, সাংগঠনিক সম্পাদক আমেরিকা বাংলাদেশ নিউজ এজেন্সীর চেয়ারম্যান ও প্রধান সম্পাদক শওকত শিমুল, মহিলা সম্পাদিকা শাহিনা আক্তার, দপ্তর সম্পাদক রবায়েত, সদস্য নাসরিন মুন্নি, নার্গিস আক্তার, সুলতানা, সুকলা, সন্ধা, মিনু, সাবেরা, টিটু, অন্তু, মাসুদসহ প্রমুখ। বক্তারা বলেন আমরা এমন এক জাতি যারা কিনা মুক্তিযোদ্ধ, শহীদ মুক্তিযোদ্ধ, স্বাধীনতার ঘোষক ও বাঙ্গালী জাতীর জনক বঙ্গবন্ধুর অবদান প্রত্যেকটি বিষয় নিয়ে বিতর্ক করি যা কিনা চরম লজ্জার বিষয়। ১৯৫২ সালের এই দিনে ঢাকার রাজপথে পাকিস্তান বাহিনী নির্মম ভাবে গুলি করে হত্যা করেছিল ছালাম বরকত, রফিক, জব্বার সহ নাম না জানা অনেক কে। পৃথিবীতে কোন জাতি নাই যারা কিনা ভাষার জন্য শহীদ হন। ১৯৫৪ সালের যুক্তপন্ট নির্বাচনে ব্যপক সংখ্যাগরিষ্টতা পাওয়ার পর রাষ্ট্রভাষা বাংলা হয়। মূলত ঐ দিন থেকেই বাংলদেশের স্বাধীনতার দরজা খুলে যায়। ৭১ এ মুক্তিযোদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এই দিনকে শহিদ দিবস ও মাতৃভাষা দিবস আখ্যা দিয়ে সরকারী বন্দ ঘোষনা করা হয়। ১৯৯৯ সালে জননেত্রী শেখ হাসিনার উদ্যেগে ২৩ নভেম্বর প্যারিসে ইউনেস্কো সম্মেলনে জাতিসংঘের সকল দেশের সম্মতিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে প্রতিষ্ঠিত হয়। এটা আমাদের জন্য এক মহান প্রাপ্তি। রাত ১২.১ মিনিটে মোমবাতি জ্বালিয়ে আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো ২১শে ফেব্রুয়ারী আমি কি ভূলিতে পারি গানের মধ্য দিয়ে সাউথজার্সি মেট্টো আ’লীগের সভাপতি সিরাজুদ্দোলা ভুইয়ার নেতৃত্বে অফিস কার্যালয়ে নির্মিত শহিদ বেদীতে পুস্পস্তাবক অর্পন করা হয়। একে একে আটলান্টিক প্রেসক্লাব অব বাংলাদেশ এর পক্ষে সভাপতি আকবর হুসাইন, মহম্মদ শাহিন, শেখ শিমুল সহ অন্যান্যরা ফুলের তোড়া দেন। এ সময় বিভিন্ন পেশাজিবী মানুষ, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, আমেরিকা বাংলাদেশ নিউজ এজেন্সীর চেয়ারম্যান ও প্রধান সম্পাদক শওকত শিমুলের নেতৃত্বে কর্মরত সাংবাদিক বৃন্দ ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধা জানান। প্রাসংঙ্গিক কবিতা আবৃতি করেন পলাশ চৌধুরী, সুজন দাস, ছন্দা ভৌমিক সহ অনেকে। এক মনজ্ঞ সাংস্কিতিক অনুষ্ঠন ও নৈশ ভোজের মাধ্যমে সম্মানিত সভাপতি সিরাজুদ্দোলা ভুইয়া স-প্রনদিত হয়ে আ’লীগ কার্যালয়ে এসে শহীদ বেদীতে ফূল দেওয়ায় সভাইকে ধন্যবাদ জ্ঞাপন করে অনুষ্ঠন সমাপ্তি করেন।