জাতীয়বাংলাদেশলিড নিউজ

কচুয়ায় প্রবাসির বাড়ীতে হামলা ও লুট

এবিএনএ : কচুয়ায় প্রবাসির পরিবারের উপর হামলা ও লুটপাট চালিয়েছে দুর্বৃত্তরা। বুধবার বিকালে উপজেলার প্রতাপপুর গ্রামে এ ঘটনা ঘটে।এলাকাবাসি ও ক্ষতিগ্রস্ত পরিবার থেকে জানাগেছে, উপজেলার প্রতাপপুর গ্রামের মৃত সায়েজদ্দিন শেখের ছেলে কাতার প্রবাসি কামাল হোসেন শেখ (৪৫) বিদেশে থাকাবস্থায় তার উপার্জনকৃত টাকা বিভিন্ন সময়ে তাদের ভাইদের নামে পাঠায়। মঙ্গলবার বিকালে কাতার থেকে ফিরে বাড়ীতে অবস্থান নেয়। বুধবার বিকালে নিজ ভাইদের কাছে পাঠানো টাকার বিষয়ে জানতে চাইলে তারা ক্ষিপ্ত হয়ে হামলা চালায়। এতে কামাল হোসেন শেখ (৪৫) ও তার স্ত্রী বিউটি বেগম (৪০) আহত হয়। এসময়ে হামলাকারীরা প্রবাসি কামালের ঘরের আসবাবপত্র ভাংচুর করে। এছাড়া বিদেশ থেকে আত্বীয় স্বজনের জন্য আনা মালামাল, নগদ টাকা ও স্বর্নালংকার লুটে নেয়। আহতদের উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে। কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল কবির বলেন, প্রবাসির পরিবার অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Share this content:

Back to top button