লঙ্কানদের ১৫৬ রানের টার্গেট দিল বাংলাদেশ

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়াম নানা নাটকীয়তার সাক্ষী হয়ে থাকলো আজ। মাশরাফির অবসর, সাইফ উদ্দিনের অভিষেক, মালিঙ্গার ইনজুরি থেকে ফেরা। দ্বিতীয় বলেই তামিমের বোল্ড আউট। তারপর ৫ ওভারে ৫৭ রানের জুটি। আর মাত্র ২৫ রানের ব্যবধানে ৪ উইকেট হারিয়ে আবারো ব্যাকপুটে বাংলাদেশ। সব মিলিয়ে নাটকীয় এক টি-টুয়েন্টি ম্যাচ বলতেই হচ্ছে।
তবে সব নাটকীয়তা ছাপিয়ে মোসাদ্দেক ও মাহমুদউল্লাহর ব্যাটে ভর করে স্বাগতিক শ্রীলঙ্কার সামনে ৬ উইকেট হারিয়ে নির্ধারিত ২০ ওভারে ১৫৬ রানের টার্গেট দাঁড় করিয়েছে বাংলাদেশ।
এর আগে দিনের শুরুতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মাশরাফি। একই সঙ্গে টি-টুয়েন্টির আন্তর্জাতিক অঙ্গন থেকে নিজের অবসরের ঘোষাণাও দেন তিনি।
কিন্তু ব্যাটিংয়ে নেমে শুরুতেই লাসিথ মালিঙ্গার বলে সাজঘরে ফিরেন ওপেনার তামিম ইকবাল। তার উইকেট খুইয়ে শুরুতেই হোঁচট খায় বাংলাদেশ। কোনও কিছু বুঝার আগেই তামিমকে বোল্ড করেন মালিঙ্গা। একই ওভারের শেষ বলে অল্পের জন্য বেঁচে যান আরেক ওপেনার সৌম্য সরকারও।
তবে সৌম্য ও সাব্বিরের জুটি তামিমের উইকেট হারানোর ধাক্কাটা বুঝতে দেয়নি বাংলাদেশকে। দুজনে মিলে ৫ ওভারেই বাংলাদেশকে ৫৭ রানের একটা দারুণ জুটি উপহার দিয়েছিলেন। কিন্তু ওই ৫৭ রানেই প্রসান্নার থ্রোতে রান আউট হয়ে সাজঘরে ফিরলেন সাব্বির। একটু সোজা দৌড়ালে হয়তো হতে পারতেন সাব্বির!
আর মাত্র চার বলের ব্যবধানে খেই হারালেন ছন্দে থাকা সৌম্য সরকারও। ২০ বলে ২৯ রান সংগ্রহ করে ভিকুম সঞ্জয়ের শিকারে পরিণত হয়েছেন তিনি। ৫৭/১ থেকে ৫ বলের ব্যবধানে স্কোরটা হয়ে গেল ৫৭/৩।
এরপর একই পথে হাটলেন মুশফিক ও সাকিব হঠাৎ করেই সবকিছু যেন উলট-পালট হয়ে গেল। মাত্র ২৫ রান যোগ করতেই একে একে সাজঘরে ফিরলেন সাব্বির, সৌম্য, মুশফিক ও সাকিব আল হাসান। স্কোর বোর্ডে বাংলাদেশের সংগ্রহ তখন ১১ ওভার ১ বলে ৫ উইকেটে ৮২ রান।
তবে মাহমুদউল্লাহ রিয়াদ ও মোসাদ্দেক হোসেনের ৫২ রানের জুটিতে আবারো ম্যাচে ফিরে বাংলাদেশ। মাহমুদউল্লাহ করেন ৩১ রান। আর মোসাদ্দেক ৩৪।
শ্রীলংকার হয়ে সর্বোচ্চ দুই উইকেট নেন লাসিথ মালিঙ্গা, একটি করে উইকেট পান প্রসান্না, গুনারত্নে ও ভিকুমা সঞ্জয়।
সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ ২০ ওভারে ১৫৫/৬, মোসাদ্দেক ৩৪, মাহমুদউল্লাহ ৩১; মালিঙ্গা ৩৮/২
Share this content: