আন্তর্জাতিকলিড নিউজ

ক্রিমিয়ায় কলেজে বিস্ফোরণ, ১৩ শিক্ষার্থী নিহত

এবিএনএ: ক্রিমিয়ার একটি কারিগরি কলেজে বিস্ফোরণে ১৩ জন নিহত হয়েছে। বুধবার বন্দর নগরী  কার্চের এ ঘটনায় আহত হয়েছে আরো ৫০ জন। স্থানীয় স্বাস্থ্য বিভাগ এক বিবৃতিতে বলেছে, ‘প্রাথমিকভাবে আহতের সংখ্যা ৫০ এবং নিহত ১৩ জন। আটটি অ্যাম্বুলেন্সের কর্মীরা ঘটনাস্থলে কাজ করছে এবং বিমান মেডিক্যাল সেবা সংশ্লিষ্ট করা হয়েছে।’ ক্রিমিয়ার সংবাদমাধ্যমগুলো এর আগে জানায়, কলেজের শিক্ষার্থীরা বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছিল এবং ভবনের কাঁচগুলো ভেঙ্গে গেছে। প্রাথমিকভাবে জানা গেছে, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এ ঘটনা ঘটেছে। তবে রাশিয়ার একজন কর্মকর্তা বলছেন, এটি সন্ত্রাসী হামলাও হতে পারে। রুশ প্রেসিডেন্ট বাসভবন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, বিস্ফোরণে হতাহতদের দ্রুত সেবা দেওয়ার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট পুতিন। প্রয়োজন পড়লে গুরুতর আহতদের দ্রুত রাশিয়ার শীর্ষস্থানীয় হাসপাতালে নেওয়া যায় সেই ব্যবস্থা প্রস্তুত রাখার নির্দেশও দেওয়া হয়েছে।

Share this content:

Back to top button