আন্তর্জাতিক

মসুলে ‘মানব বর্ম’ ব্যবহার করছে আইএস

এবিএনএ : ইরাকের মসুলে যৌথ বাহিনীর হামলা থেকে বাঁচতে সাধারণ মানুষকে ব্যবহার করছে ইসলামিক স্টেট নামধারী জঙ্গি গোষ্ঠী। বিবিসি তার প্রতিবেদনে জানায়, ইরাকে আইএসের শেষ শক্ত অবস্থান ছিল মসুলে। সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে যৌথ অভিযান চালাচ্ছে ইরাকি সরকার। সম্মুখ যুদ্ধ নিজেদের অবস্থান দুর্বল হয়ে যাওয়ায় ইরাকের শহরটিতে ‘মানব বর্ম’ ব্যবহার করে রক্ষা পাওয়ার চেষ্টা করছে তারা।
মসুল শহরে এখনও ৭ লাখ সাধারণ মানুষ আছে। শহরটি দখল করে আছে প্রায় পাঁচ হাজারের বেশি আইএস নামধারী জঙ্গি। মসুলের নিকটবর্তী কারাকোস শহর আইএস মুক্ত হওয়ার খবর পাওয়া গেলেও শেষ পর্যন্ত তা অস্বীকার করেছে ইরাকি সরকারের কমান্ডার। যুক্তরাষ্ট্রের পক্ষে থেকে জানানো হয়, মসুল শহরের পার্শ্ববর্তী ১০টি গ্রাম থেকে আইএসকে বিতাড়িত করা হয়েছে।
এই হামলায় সোমবার থেকে ইরাকের সরকারি বাহিনী দক্ষিণ দিক থেকে এবং কুর্দিশ বাহিনী পূর্ব দিক থেকে আক্রমণ শুরু করে।
এদিকে এই হামলায় প্রচুর সাধারণ মানুষের জীবন হুমকির মুখে পড়ছে জাতিসংঘের এমন মন্তব্যের প্রেক্ষিতে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, সেখানে মানবিক যে কোন বিপর্যয়ের ক্ষেত্রে কি করতে হবে তার পরিকল্পনা করা হয়েছে।

Share this content:

Back to top button