জাতীয়বাংলাদেশলিড নিউজ

ভোট শান্তিপূর্ণ, ২৮ কেন্দ্রে স্থগিত: ইসি সচিব

এবিএনএ: পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম দফায় ৭৮টি উপজেলায় মোটামুটি শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ। বিভিন্ন অভিযোগে ২৮টি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে বলে জানান তিনি।

রবিবার বিকালে নির্বাচন কমিশন কার্যালয়ে প্রথম দফার ভোট নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইসি। সচিব হেলালুদ্দীন বলেন, ‘চার বিভাগের ১২ জেলার ৭৮ উপজেলায় নির্বাচন হয়েছে। এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য এসেছে, তাতে মোটামুটি শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। পাঁচ হাজার ৮৪৭টি কেন্দ্রে ভোট হয়েছে। তার মধ্যে বিভিন্ন অনিয়মের কারণে ২৮টি কেন্দ্রের ভোটগ্রহণ বন্ধ করা হয়েছে। এই কেন্দ্রগুলোতে পরবর্তী সময় ভোটগ্রহণ হবে।’

কত শতাংশ ভোট পড়েছে এমন প্রশ্নের জবাবে সচিব বলেন, ‘কত শতাংশ ভোটার উপস্থিত ছিল, সেই তথ্য আমরা এখন পর্যন্ত পাইনি। তবে আমরা যা জেনেছি, তাতে ভোটার উপস্থিতি সন্তোষজনক। তবে এখন পর্যন্ত ভোটার উপস্থিতির হার আমাদের কাছে আসেনি।’ তবে সব রাজনৈতিক দল অংশ নিলে ভোটার উপস্থিতি আরও বাড়ত বলে মনে করেন তিনি।

রাজনীতির মাঠের প্রধান প্রতিদ্বন্দ্বী ভোটে না থাকায় অনেকটা নিরুত্তাপভাবে সম্পন্ন হয়েছে ৭৮ উপজেলার ভোটগ্রহণ। রবিবার সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত বিরামহীনভাবে অনুষ্ঠিত হয় ভোট। প্রথম ধাপের ভোটে কোথাও বড় ধরনের সহিংসতার খবর পাওয়া যায়নি। তবে দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্ন সংঘর্ষ, ব্যালেট ছিনতাই, জাল ভোটের অভিযোগ পাওয়া গেছে। বেশ কয়েকটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করেছে নির্বাচন কমিশন। এছাড়া ভোটারদের আশানুরূপ উপস্থিতি ছিল না।

গত ৩০ ডিসেম্বরের নির্বাচনে নজিরবিহীন কারচুপি হয়েছে এমন অভিযোগ এনে এবারের উপজেলা নির্বাচন বর্জন করে বিএনপিসহ বিরোধী দলগুলো। এতে উপজেলা নির্বাচন অনেকটা অনাগ্রহের সৃষ্টি করে ভোটারদের মধ্যে। তবে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতারা বিভিন্ন স্থানে বিদ্রোহী প্রার্থী হওয়া এবং বিএনপির কোনো কোনো নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটের মাঠে থাকায় নির্বাচনে কিছুটা প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। যদিও প্রায় ১৫টি উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ক্ষমতাসীন দল থেকে।

Share this content:

Back to top button