
এ বি এন এ : ময়মনসিংহে ফুলপুর উপজেলার বড় শুনই গ্রামে এক কবর স্থানে বেশ কয়েকটি আজব উদ্ভিদ গজিয়েছে। পাতা ও ডাল পালাহীন উদ্ভিদ। এসব উদ্ভিদ ইতো পূর্বে আর কেউ দেখেনি বলে জানা যায়। বর্তমানে এসব গাছের নিচে গাছ প্রজারীরা টাকা পয়সা ছিটিয়ে দিচ্ছে তাদের মনোবাসনা ও রোগ মুক্তির জন্য।
উদ্ভিদ গুলো এক নজর দেখার জন্য গত ৪/৫দিন যাবত সাধারন লোকেরা ভিড় করছেন। হারুন মেম্বারের কাছে জানা যায় বাড়ীর সামনে তাদের পারিবারিক কবর স্থানে ৬টি কবর রয়েছে। মেম্বারের পিতা ময়না ব্যাপারির কবর, বড় ভাই হাফিজ উদ্দিনের কবর, মা, দুই ভাই বউ ও নুরে আলমের কবর।
এই বিষয়ে হারুন মেম্বারের কাছে জানতে পারলাম যে, এই গাছগুলো নির্ধারিত জায়গাতেই জন্মেছে। এই জায়গাটিতে গত ৫দিন আগে থেকে হঠাৎ করেই এই গুলির জন্ম শুরু হয়। এগুলো খুবদ্রুত বড় ও মোটা তাজা হচ্ছে।
স্থানীয় লোকজন জানান, সেই গাছের গোড়ার মাটি ব্যবহার করে অনেক উপকার হচ্ছে। উপকৃত ব্যক্তিরা হলেন: সাবেক চেয়ারম্যান ৩নং ভাইটকান্দি ইউনিয়ন আমিনুল হক (বাবুল) , ইব্রাহিমের বৌ ও আরো অনেকে। এই গাছটি রাতের বেলা আলো দেয়। গাছটির উচ্চতা আনুমানিক ৬ইঞ্চি থেকে ৮ইঞ্চি।
Share this content: