আমেরিকালিড নিউজ

জাতিসংঘে নতুন মার্কিন রাষ্ট্রদূত হিথার নওয়ার্ট

এবিএনএ: জাতিসংঘে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখাপাত্র ও ফক্স টেলিভিশনের সাবেক সংবাদ উপস্থাপক হিথার নওয়ার্টকে নিয়োগ দিচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী গত শুক্রবার নওয়ার্টকে মনোনয়নের ঘোষণা দিয়েছেন তিনি। গত শুক্রবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘হিথার নওয়ার্টকেই মনোনয়ন দেব আমি। কেননা সে খুবই বুদ্ধিমান, স্মার্ট ও গতিশীল একজন মানুষ। আমি মনে করি তাকে সবাই শ্রদ্ধা করবে।’

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ৪৮ বছর বয়সী হিথার নওয়ার্টের মনোনয়ন চূড়ান্ত করে তাকে নিয়োগ দিতে হলে প্রয়োজন হবে মার্কিন সিনেটের অনুমোদন। ২০১৭ সালের এপ্রিলে তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হিসেবে নিয়োগ দেয় ট্রাম্প প্রশাসন।

Share this content:

Related Articles

Back to top button