এবিএনএ : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন কমিশন গঠন ইস্যুতে বিএনপি আন্দোলনে নামলে তা নৈতিকভাবে মোকাবেলা করা হবে।
তিনি বলেন, ‘অবাস্তব প্রস্তাব দিয়ে তো লাভ নেই। নির্বাচন কমিশন নিয়ে আর কোন সংলাপের সুযোগ নেই। তারা আসুক, আন্দোলন করুক। আন্দোলন সহিংস হলে অবস্থা বুঝে ব্যবস্থা নেয়া হবে। আর আমরা রাজনৈতিক দল হিসেবে তাদের নৈতিকভাবে মোকাবেলা করবো।’
শনিবার দুপুরে রাজধানীর মানিক মিয়া এ্যাভিনিউতে বিআরটিএ’র অভিযান পরিদর্শনে এসে তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।
‘রাষ্ট্রপতির সংলাপ ব্যর্থ হলে বিএনপি আন্দোলনে যাবে’ বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমদের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘মওদুদ সাহেবরা আন্দোলন করতে পারেন? আমিতো বুঝি না তারা কিভাবে করবেন। বিএনপি নেতা নিজের অফিসে বসে একে অন্যকে সরকারের দালাল বলে অভিহিত করেন। নিজের মধ্যে (বিএনপি) এতো সংশয়, অনাস্থা। তাদের মুখে আবার আন্দোলনের কথা!’
‘অনেকদিন তাদের (বিএনপি) আন্দোলন-সংগ্রামে দেখি না’ উল্লেখ করে তিনি বলেন, ‘মওদুদ সাহেবকে কত আগে রাজপথে দেখেছি, সেটা আমার মনে নাই। ওনার (মওদুদ) যখন ইচ্ছা আন্দোলন করুক, আমরা (আওয়ামী লীগ) তা নৈতিকভাবে মোকাবেলা করবো।’
খোঁজ খবর না নিয়ে ছোট যানবাহনের লাইসেন্স না দেয়ার জন্য বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) চেয়ারম্যানের প্রতি নির্দেশ দিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘প্রতিদিন ছোট গাড়িকে লাইসেন্স দেয়ার পরিমাণ বাড়ছে, যা খুবই এলার্মিং। বিআরটিএ চেয়ারম্যানকে আমি নির্দেশ দিচ্ছি- যেন ছোট গাড়ির লাইসেন্স যেন খোঁজ খবর নিয়ে দেয়া হয়।’
এ সময় বিআরটিএ চেয়ারম্যান মশিয়ার রহমান, পরিচালক (প্রশাসন) নাজমুল আহসান মজুমদারসহ কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।