এবিএনএ : গত ১১ সেপ্টেম্বর সোমবার আটলান্টিক সিটির মি: ষ্টেক রেস্টুরেন্টে আটলান্টিক সিটি প্রেসকাব এর উদ্যেগে যুক্তরাস্ট্রের সাউথ জার্সি বসবাসরত সকল সাংবাদিক বৃন্দ বার্মায় রহিঙ্গা হত্যার এক প্রতিবাদ সভা ও নিন্দা জানান। আমেরিকা বাংলাদেশ নিউজ এজেন্সীর চেয়ারম্যান ও প্রধান সম্পাদক শওকত শিমুলের সঞ্চালনায় সাপ্তাহিক ঠিকানার বিশিষ্ট সাংবাদিক বাবুল এর সভাপতিত্বে অনষ্ঠিত হয়। প্রতিবাদ সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমেরিকা বাংলাদেশ মিডিয়ার চিফ এডিটর ও সিটি প্রেসকাবের সম্মানিত আকবর হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপ্তাহিক বাংলা পত্রিকার বিশিষ্ট সাংবাদিক মহম্মদ শাহিন, বাঙ্গালী পত্রিকার সাংবাদিক এম ডি জামাল হোসেন, এবি টিভির পরিচালক নাসির খান, একুশে টিভির যুক্তরাষ্ট্র প্রধান খায়রুল লিটন প্রমুখ। বক্তারা অনতিবিলম্বে বার্মায় শিশু হত্যা, ধর্ষন বন্ধে দাবী জানান। তারা বলেন এ লোমহর্ষক হত্যা সত্যা হার মানায়। তারা আরো বলেন বিশ্ব বিবেক কোথায়? কোথায় এ্যামিন্যাস্টি ইন্টারন্যাশনাল জাতিসংঘ কোথায়? বিশ্বনেতারা সভায় সর্ব সম্মতিতে এব্যাপারে সামনে জনমত গঠনের লক্ষে একটি আহবায়ক কমিটি গঠন করা হয়। আহবায়ক কমিটির সদস্যরা হলেন মহাম্মদ বাবুল যুগ্ন আহবায়ক, মহাম্মদ আকবর হোসেন, সদস্য সচিব, এম ডি জামান, যুগ্ন সদস্য সচিব, নাছির খান, প্রধান উপদেষ্টা, ফখরুল আলম লিটন সহ ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। আগামী ১৮ সেপ্টেম্বর সোমবার সকল পেশাজীবি মানুষের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।