লিড নিউজশিক্ষা

বাংলাদেশ গণিত সমিতির উদ্যোগে ও CASIO-এর পৃষ্ঠপোষকতায় দুই দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

এবিএনএ : বাংলাদেশ গণিত সমিতির উদ্যোগে ও CASIO-এর পৃষ্ঠপোষকতায় কাসে পাঠদান পদ্ধতি, ছাত্র-ছাত্রীদের গণিত ভীতি দূর করা, গণিতকে আর্কষণীয় করে উপস্থাপন করা, গণতিরে প্রয়োগ ও সৃজনশীল প্রশ্ন প্রণয়ণের উদ্দেশ্যে স্কুল ও কলেজের গণিত শিক্ষকদের প্রশিক্ষণ Mathematics Teachers Training Program (MTTP) এর দুই দিনব্যাপী কর্মশালার সমাপনী অনুষ্ঠান গতকাল শুক্রবার বিকাল ৪:০০টায় ঢাকা বিশ^বিদ্যালয়ের এ এফ মুজিবুর রহমান গণিত ভবনের রেজাউর রহমান অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সার্টিফিকেট ও পুরস্কার বিতরণ করেন ঢাকা বিশ^বিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। তাছাড়া বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গণিত বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. অমল কৃষ্ণ হালদার, বাংলাদেশ গণিত সমিতির সম্পাদক প্রফেসর ড. মোঃ শহীদুল ইসলাম, ব্যাকবোন লি: এর সিইও আব্দুল মতিন শেখ, ক্যাসিও এর প্রতিনিধি কাইতো মিউওয়া এবং প্রোগ্রামের আহ্বায়ক মোঃ কুতুব উদ্দিন। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ গণিত সমিতির সভাপতি প্রফেসর সাজেদা বানু। প্রোগ্রামের উদ্দেশ্য গণিত শিক্ষকদের প্রশিক্ষণের মাধ্যমে গণিতকে আরো চমকপ্রদ ও আকর্ষণীয় ভাবে ছাত্র-ছাত্রীদের কাছে উপস্থাপন করা যাতে তারা গণিতের প্রতি আকৃষ্ট হয়। প্রোগ্রামে অংশগ্রহণকারীরা আগ্রহ সহকারে প্রশিক্ষণে অংশগ্রহণ করেন এবং নিয়মিত উক্ত প্রোগ্রাম চালু রাখার জন্য আয়োজকদের অনুরোধ জানান। প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ^বিদ্যালয়ের অধ্যাপক ও গ্র্যাজুয়েট ট্রেইনিং ইনস্টিটিউট এর পরিচালক প্রফেসর ড. মোঃ মোজহার আলী, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রফেসর মোঃ এলিয়াস হোসেনসহ দেশের শ্রেষ্ঠ গণিতবিদগণ।
উলেখ্য, দেশে গণিত শিক্ষা উন্নয়নের লক্ষ্যে জাপানের ক্যাসিও কোম্পানীর সাথে বাংলাদেশ গণিত সমিতির সমঝোতা চুক্তির আওতায় গণিত শিক্ষকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এ প্রশিক্ষণে কর্মশালায় স্কুল ও কলেজের গণিত বিষয়ের প্রায় ৪৪ জন শিক্ষক অংশগ্রহণ করেন। খুব শীর্ঘই পরবর্তী কর্মশালা অনুষ্ঠিত হবে এই জন্য সমিতির ওয়েব সাইট http://bdmathsociety.org/ পরিদর্শন কারার অনুরোধ করা হলো।

Share this content:

Back to top button