জাতীয়বাংলাদেশলিড নিউজ

বৈষম্যহীন বিশ্ব গড়তে বললেন প্রধানমন্ত্রী

এবিএনএ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শান্তি ও নারীর ক্ষমতায়নকে ভিত্তি করে আগামীতে দারিদ্র্যমুক্ত ও বৈষম্যহীন বিশ্ব গড়তে হবে।আজ মঙ্গলবার বিকেলে লন্ডনে কমনওয়েলথভুক্ত সরকারপ্রধানদের শীর্ষ সম্মেলনে ‘নারীর ক্ষমতায়নে শিক্ষা’ শীর্ষক মূল বক্তব্যে এ কথা বলেন প্রধানমন্ত্রী।  এর আগে আজ ভোরে ২৫তম কমনওয়েলথ সরকার প্রধানদের বৈঠকে (সিএইচওজিএম) যোগ দিতে ছয় দিনের সরকারি সফরে যুক্তরাজ্যে পৌঁছান। ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মে’র প্রতিনিধি নেইল হল্যান্ড ও যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার নাজমুল কাওনাইন বিমানবন্দরে বাংলাদেশ প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রীকে বর্নাঢ্য মোটর শোভাযাত্রা করে ক্লারিজে’স হোটেল লিমিটেড লন্ডনে নিয়ে যাওয়া হয়। যুক্তরাজ্যে অবস্থানকালে প্রধানমন্ত্রী এই হোটেলেই অবস্থান করবেন।

Share this content:

Related Articles

Back to top button